বসুন্ধরা সিটিতে অ্যাপেক্সের সবচেয়ে বড় ফুটওয়্যার স্টোর

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ৬:৪৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৫, ২০২৪

ঢাকার বসুন্ধরা সিটি শপিং মল-এ, লেভেল ৬-এর ব্লক বি-তে উদ্বোধন হলো অ্যাপেক্স-এর সুবিশাল শপ, যেটি ফুটওয়্যারের জন্য এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে বড় শো-রুম যার আয়তন ২২,৫০০ বর্গফুট। সাড়ে ৩ হাজারেরও বেশি জুতার কালেকশন নিয়ে, সেজে উঠেছে এই শো-রুম।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) অ্যাপেক্স কতৃপক্ষ জানায়- বসুন্ধরার এই শো-রুমের মধ্যে নিজস্ব ব্র্যান্ড Apex, Nino Rossi, Moochie, Dr. Mauch, Venturini, SPRINT, Maverick, Twinkler, Jatarea, School Smart-এর পাশাপাশি আছে Nike, Asics, Hey Dude, Cross, Police-এর মতো সুপরিচিত আন্তর্জাতিক ব্র্যান্ডগুলোরও দারুণ সব জুতা। একসাথে এক জায়গায় শিশু থেকে বয়স্ক, নারী-পুরুষ সবার জন্য বিচিত্র ডিজাইনের জুতার আকর্ষণীয় সমাহার।

চামড়াশিল্পে উৎকর্ষ সাধনের প্রতিশ্রুতি নিয়ে যাত্রা শুরু করে গত ৩ দশকেরও বেশি সময় ধরে ফুটওয়্যার তৈরি, বিপণন ও বিক্রি করে আসছে দেশের ১ নম্বর রিটেইল ফুটওয়্যার ব্র্যান্ড Apex. এই দীর্ঘ যাত্রায় পর্যায়ক্রমে জুতার সাথে এমনকি যোগ হয়েছে রুচিশীল ও নান্দনিক বিভিন্ন আনুষঙ্গিক ফ্যাশন পণ্যের ধারাবাহিকতা। আগের ২৬০টিরও বেশি রিটেইল আউটলেটের সাথে, Apex এবার যোগ করলো নতুন এই বৃহত্তম শো-রুমের গর্বিত যাত্রা।

শো-রুম উন্মোচনের সময় উপস্থিত ছিলেন জনাব ফিরোজ মোহাম্মদ- চীফ অপারেটিং অফিসার (সিওও) মোঃ মাইন উদ্দিন- ফিন্যান্সিয়াল কন্ট্রোলার ফাইনান্স এন্ড একাউন্ট; সালমান আব্বাস খান- জেনারেল ম্যানেজার, প্রোডাক্ট ম্যানেজমেন্ট কাজী সোহেল আহমদ, জেনারেল ম্যানেজার-সাপ্লাই চেইন; আরবাবুর রহমান, ডেপুটি জেনারেল ম্যানেজার রিটেইল বিজনেস মোঃ রায়হান কবির, ম্যানেজার-মার্কেটিং -সহ অন্যান্য কর্মকর্তারা।

এ সময় জানানো হয়-অল্প কিছুদিন পরই শুরু হতে যাচ্ছে পবিত্র রমজান মাস। ঈদ-উল-ফিতরের কেনাকাটাতেও Apex-এর সময়োপযোগী ডিজাইনের জুতার ব্যাপক ভাণ্ডার নগরবাসীরা এক জায়গাতেই পেয়ে যাবেন এখানে, সব বয়সের সকলের জন্য এই শপিং অভিজ্ঞতা সুন্দর এবং স্বাচ্ছন্দ্যময় হবে বলেই Apex-এর প্রত্যাশা।

Nagad