কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারীতে বর্ণিল আয়োজনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস পালিত হয়েছে।
বুধবার ( ২১ ফেব্রুয়ারী) প্রথম প্রহরে ভূরুঙ্গামারী পাবলিক লাইব্রেরী ও ক্লাব চত্ত্বরে স্থাপিত শহীদ মিনারে উপজেলা প্রশাসন, বীর মুক্তিযোদ্ধা কমান্ড, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, উপজেলা প্রেসক্লাব ভূরুঙ্গামারী, ভূরুঙ্গামরী প্রেসক্লাবসহ অন্যান্ন সংগঠন, শ্রমিক সংগঠন, এনজিও, বিভিন্ন স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে শহীদ বেদিতে পুস্পস্তবক অর্পণ করা হয়।


এর আগে সেখানে দেশাত্মবোধক ও ভাষার গান পরিবেশন করা হয়। শ্রদ্ধা জ্ঞাপন শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান নূরুন্নবী চৌধুরী খোকন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম ফেরদৌস ।
এ সময় ভুরুঙ্গামারী থানা ইনচার্জ রুহুল আমিন,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা আবু সাজ্জাদ মোঃ সায়েম, উপজেলা কৃষি অফিসার আব্দুল জব্বার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তাহমিদুল ইসলাম, বিভিন্ন রাজনৈতিক সংগঠনের ব্যক্তিবর্গ, বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট এবং অনলাইন মিডিয়ার সাংবাদিক বৃন্দ সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এছাড়াও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ২১শে ফেব্রুয়ারী সকাল আটটার দিকে ভাষা শহীদদের স্মরণে নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানের শহীদ বেদীতে পুস্পস্তবক অর্পণ করা হয়।