সাংবাদিক সাইফুল ইসলামের বিরুদ্ধে হয়রানিমূলক মামলার প্রতিবাদে বিডিজেএ’র মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ১১:৪০ অপরাহ্ণ, মার্চ ৪, ২০২৪

অনিয়ম দুর্নীতি নিয়ে সংবাদ প্রকাশের পর দৈনিক আজকালের খবরে পত্রিকাটির সিনিয়র রিপোর্টার সাইফুল ইসলাম মন্টুর বিরুদ্ধে দূর্নীতিবাজ কর্মচারী মিরপুর বিআরটিএ’র হিসাব রক্ষক খান মোহাম্মদ রুহুল আমিনের করা মামলার প্রতিবাদ এবং প্রত্যাহারের দাবীতে বিক্ষোভ সমাবেশ এবং মানববন্ধন করেছে বরিশাল ডিভিশনাল জার্নালিস্ট এসোসিয়েশন (বিডিজেএ), ঢাকা ।

সোমবার (৪ মার্চ) রাজধানীর সেগুনবাগিচা ঢাকা রিপোর্টার্স ইউনিটির সামনে বিডিজেএ,র সভাপতি তারিকুল ইসলাম মাসুমের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক মাহবুব সৈকতের সঞ্চালনায় আয়োজিত প্রতিবাদ কর্মসূচীতে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ সংহতি প্রকাশ করেন।

এ সময় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ ফেডারেল সাংবাদি ইউনিয়ন (বিএফইউজে) এর ভারপ্রাপ্ত মহাসচিব দৈনিক যুগান্তরের বিশেষ প্রতিনিধি শেখ মামুনুর রশিদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সহ সভাপতি মানিক লাল ঘোষ, বিডিজেএ সহ সভাপতি এম এম বাদশাহ, বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের সভাপতি কামরুজ্জামান খান, সাবেক সভাপতি মির্জা মেহেদী তমাল, সহ সভাপতি শাহিন আব্দুল বারি, সাবেক সাংগঠনিক সম্পাদক জিলানী মিল্টন, অর্থ সম্পাদক হরলাল রায় সাগর, ডিইউজে,র সাংগঠনিক সম্পাদক সাইদ খান, ঢাকা রিপোর্টার্স ইউনিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক সুশান্ত কুমার সাহা, নারী বিষয়ক সম্পাদক মাহমুদা ডলি, সাবেক নারী বিষয়ক সম্পাদক তাপসি রাবেয়া আখি, সাবেক দপ্তর সম্পাদক কাওসার আজম, ইউটিলিটি রিপোর্টার্স এসোসিয়েশনের সাধারন সম্পাদক শাহজাহান মোল্লা, ডিইউজে,র ক্রিড়া ও সাংস্কৃতিক সম্পাদক শাকিলা পারভিন, বিডিজেএ,র যুগ্ন সাধারন সম্পাদক সানবির রুপল, প্রশিক্ষন ও তথ্য প্রযুক্তি সম্পাদক বুরহান উদ্দিন, ক্রিড়া লেখক সমিতির সহ সভাপতি কাজী শহিদুল আলম, সাংবাদিক নেতা রফিকুল ইসলাম সুজন, গোলাম মুস্তবা ধ্রুব, আসাদ রহমান, বিএফইউজে নির্বাহী সদস্য আবু হানিফ।

এ ছাড়াও বিভিন্ন সাংবাদিক সংগঠনের প্রতিনিধিরা সংহতি প্রকাশ করেন।

প্রতিবাদ সমাবেশে বক্তারা অনতি বিলম্বে সাইফুল ইসলাম মন্টুর বিরুদ্ধে মামলা প্রত্যাহার না করলে সম্মিলিত ভাবে সাংবাদিক সংগঠনগুলো বৃহত্তর কর্মসূচী দেয়ার ঘোষণা দেন। একই সাথে দূর্নীতিবাজ কর্মচারী মিরপুর বিআরটিএ’র হিসাব রক্ষক খান মোহাম্মদ রুহুল আমিনের জ্ঞাত আয় বর্হিভূত সম্পদের ব্যাপারে দুদকে অনুসন্ধান করে প্রয়োজনীয় পদক্ষেপ নিতেও আহবান জানান।

নিউজ প্রকাশের জেরে মামলা হওয়ায় তদন্তের নামে রিপোর্টারসহ পত্রিকাটির সম্পাদ, প্রকাশকে বনানী থানা পুলিশ নোটিশ দিয়ে একাধিকবার থানা ডেকে নিয়ে হয়রানী করারও নিন্দা জানান সাংবাদিক নেতারা।

Nagad

উল্লেখ্য, গত ৩ সেপ্টেম্বর আজকালরে খবরে ‘মিরপুর বিআরটিএ’র হিসাবরক্ষক খান মোহাম্মদ রুহুল আমিন শত কোটি টাকার মালিক’ শিরোনামে সংবাদ প্রকাশ হয়। পরে গত ৩ ডিসেম্বর এই সংবাদের প্রতিবাদও ছাপা হয়। কিন্তু এরপরেও খান মোহাম্মদ রুহুল আমিন আদালতে একটি মানহানি মামলা দায়ের করেন। এ ঘটনায় বিভিন্ন সাংবাদিক সংগঠন নিন্দ এবং প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে। বিডিজেএ,র সদস্য সাংবাদিক সাইফুল ইসলাম মন্টু ক্রাবের সাবেক অর্থ সম্পাদক, এবং রিপোর্টার্স এগেইনেস্ট করাপশন (র‌্যাক) নির্বাহী কমিটর সদস্য, ডিআরইউ, ডিইউজের স্থায়ী সদস্য।