ঈদের আগেই পোশাক শ্রমিকদের বেতন-বোনাস পাবেন: শ্রম প্রতিমন্ত্রী

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ২:৫৭ অপরাহ্ণ, মার্চ ২০, ২০২৪

ঈদের ছুটির আগেই পোশাক শ্রমিকদের চলতি মার্চ মাসের বেতন ও ঈদ বোনাস দেয়া হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরী।

তিনি বলেন-ঈদের আগে কোনো শ্রমিক ছাঁটাই এবং কৌশলে কোনো কারখানা বন্ধ করা যাবে না। মালিক-শ্রমিক ও সরকার তিনপক্ষ মিলে বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়েছে। সমস্যাগুলো চিহ্নিত করা হয়েছে, সেগুলো সমাধানে দ্রুত কার্যকর ব্যবস্থা নেয়া হবে। সুতরাং শ্রমিকদের অসন্তোষ হওয়ার কোনো আশঙ্কা নেই।

আজ বুধবার (২০ মার্চ) পোশাক শিল্পের মালিক-শ্রমিক প্রতিনিধির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

ইসলাম চৌধুরী বলেন -ঈদকে সামনে রেখে পোশাক খাতে কোনো শ্রমিক অসন্তোষ ঘটবে না । পোশাক শ্রমিকদের জন্য রেশনিংয়ের ব্যবস্থা করা হবে। আমরা কোনো বিশৃঙ্খলা বা ভাঙচুর চাই না। এরইমধ্যে শ্রমিকদের অনেক সমস্যার সমাধান হয়েছে।

প্রতিমন্ত্রী আরও বলেন, আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) বৈঠকে শ্রম পরিস্থিতি নিয় আলোচনা হয়েছে। এ নিয়ে বাংলাদেশের অবস্থানের পক্ষে ছিলো বেশিরভাগ দেশ। যেসব বিষয় সমাধান হয়নি তা নিয়ে সামনে নভেম্বর আলোচনা হবে।

এ সময় শ্রমিকরা যাতে রাস্তায় নেমে আর কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না করে, সে বিষয়ে শিল্প পুলিশ সতর্ক থাকবে বলেও জানান শ্রম প্রতিমন্ত্রী নজরুল ইসলাম।

Nagad