পদত্যাগের ঘোষণা দিলেন আয়ারল্যান্ডের প্রথম সমকামী প্রধানমন্ত্রী

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১১:১২ পূর্বাহ্ণ, মার্চ ২১, ২০২৪

ক্ষমতা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী লিও ভারাদকার। মাত্র ৪৫ বছর বয়সেই বিস্ময়কর এই ঘোষণা দিয়ে তিনি বলেন, সরে যাওয়ার জন্য এখনই সঠিক সময়। এ বিষয়ে ডাবলিনে সরকারি ভবনের বাইরে ভারাদকার বলেন, এই কাজের জন্য আমি সেরা মানুষ নই। আগামী মাসে সংসদ অবকাশ থেকে ফিরে আসার পর পরবর্তী প্রধানমন্ত্রী নির্বাচন করা হবে। সে পর্যন্ত তিনি দায়িত্ব পালন করবেন।

শুধু তাই নয়, আয়ারল্যান্ডের ক্ষমতাসীন জোটে নিজ দল ফাইন গায়েলের প্রধানের পদ থেকেও সরে দাঁড়াবেন বলে মনস্থির করেছেন লিও ভারাদকার। দেশটির ইতিহাসে প্রথম সমকামী প্রধানমন্ত্রী তিনি।

বুধবার (২০ মার্চ) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

আয়ারল্যান্ডের উপ-প্রধানমন্ত্রী মাইকেল মার্টিন, ভারদকারের এই সিদ্ধান্তকে নজিরবিহীন বলে উল্লেখ করেছেন।