সিলেটে ঝুম বৃষ্টি, নগরে কমেছে গরমের অস্বস্তি ভাব

সিলেট সংবাদদাতা:সিলেট সংবাদদাতা:
প্রকাশিত: ১০:২৬ পূর্বাহ্ণ, এপ্রিল ২৭, ২০২৪

গ্রীষ্মের দাবদাহে যখন পুড়ছে পুরো দেশ তখন স্বস্তির বৃষ্টি নামল সিলেটে। টানা এক ঘণ্টা বৃষ্টি হয়েছে সেখানে। শুক্রবার (২৬ এপ্রিল) রাত ১১টা থেকে শুরু হয় এ বৃষ্টিপাত। বৃষ্টির সঙ্গে ছিল ঝড়ো হাওয়া। এতে করে পুরো শহরে কমে গরমের অস্বস্তি ভাব।

বহুল প্রতীক্ষিত বৃষ্টির পরশ পেতে সিলেট শহরের অনেকেই সড়কে নেমে পড়েন। অনেককেই বৃষ্টিতে ভিজতে দেখা যায়।

সিলেটে যে বৃষ্টি হবে তার আভাস আগেই মিলেছিল। আবহাওয়ার পূবার্ভাসেও বলছিল তেমনটাই। শুক্রবার সন্ধ্যা থেকেই সিলেট শহর ও এর আশেপাশের এলাকায় ঠান্ডা ও ভিজে ভাব ছিল। বৃষ্টির আগে যেমনটা দেখা যায় সব সময়। এর কিছু সময় পর রাত ১১টার দিকে নামে বৃষ্টি।

এর আগে শুক্রবার আবহাওয়া অধিদপ্তর জানায় সিলেটে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে এ অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আবহাওয়াবিদরা বলছেন, জেলায় সর্বোচ্চ তাপমাত্রা থাকছে ৩৫ ডিগ্রি আর সর্বনিম্ন ২০। দাবদাহ কমাতে তাই বেশি করে গাছ লাগানোর পরামর্শ আবহাওয়াবিদদের। গ্রীষ্মকালে সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা ৩৯ ডিগ্রি রেকর্ড হয় ২০১৪ সালে। এর বেশি উত্তাপ কখনোই দেখেনি সিলেটের মানুষ।

Nagad