বলিউডের অনুরাধার সঙ্গে প্রথম দ্বৈত গানে আসিফ, মুক্তি পেল

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৩:০৫ অপরাহ্ণ, মে ১৮, ২০২৪

বলিউডে প্লেব্যাকের পাশাপাশি নন্দিত কণ্ঠশিল্পী অনুরাধা পাড়োয়ালের সঙ্গে একটি দ্বৈত গান গেয়েছেন দেশের আলোচিত কণ্ঠশিল্পী আসিফ আকবর। শিরোনাম ‘চিরদিনের জীবন সঙ্গিনী’। এটি তাদের প্রথম দ্বৈত আয়োজন; যা এরই মধ্যে একাধিক মিউজিক স্ট্রিমিং প্ল্যাটফর্মসহ দুই শিল্পীর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়েছে।

এটি লিখেছেন বাংলাদেশের ছয়টি জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গীতিকার কবির বকুল। সুর ও সংগীতায়োজন করেছেন রাজা কাশেফ। সৌমিত্র ঘোষ ইমনের পরিচালনায় গানের ভিডিওতে মডেল হয়েছেন সাবাহ বশির ও শিল্পী আসিফ নিজে। প্রযোজনা করেছে ফরাসি প্রতিষ্ঠান বিলিভ আর্টিস্ট সার্ভিসেস।

এ বিষয়ে আসিফ বলেন, ‘যে বয়সে মানুষ গান থেকে সরে যায়, সে বয়সে আমি বলিউডে গান শুরু করেছি। আমার ডেডিকেশন লেভেল আলাদা। আমি যখন কাজ করি, সিরিয়াসলি করি। মিউজিক্যাল জার্নিতে প্রত্যেকটা সফলতা আমার জন্য জরুরি। অতীতে যা হয়েছে, ভবিষ্যতে যা হবে, সেগুলো আমাকে আরও সামনের দিকে নিয়ে যাবে।’

সম্প্রতি ভারতের মুম্বাইয়ে গিয়ে গানটিতে কণ্ঠ দেন আসিফ। অন্যদিকে, অনুরাধা পাড়োয়াল আগেই কণ্ঠ দিয়ে রেখেছিলেন। যে স্টুডিওতে আসিফ গানটিতে নিজের অংশ রেকর্ড করেন, সেটির কিছু ছবি সম্প্রতি পোস্ট করেন ফেসবুকে। সে সময় প্রথমে এ আর রহমানের স্টুডিও এবং পরে যশরাজ ফিল্মসের স্টুডিওতে গান রেকর্ড করেন আসিফ।