ভারতের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৮:৩৫ অপরাহ্ণ, জুন ২২, ২০২৪

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটের ম্যাচে ভারতের বিপক্ষে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে হেরে গেছে বাংলাদেশ। আজ ভারতের বিপক্ষে বাঁচামরার ম্যাচ । এই ম্যাচ হারলে আসর থেকে বিদায় নিশ্চিত হয়ে যাবে বাংলাদেশের।

টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ব্যাট করার আমন্ত্রণ জানিয়েছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মাকে।

শনিবার (২২ জুন) অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় মুখোমুখি হবে দু’দল। একাদশে তাসকিন আহমেদের বদলে জায়গা পেয়েছেন জাকের আলী অনিক।

বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান, লিটন দাস, তাওহিদ হৃদয়, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, জাকের আলী, রিশাদ হোসেন, মাহেদী হাসান, তানজিম হাসান সাকিব ও মোস্তাফিজুর রহমান।

ভারত একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), ভিরাট কোহলি, ঋষভ পন্ত, সুরিয়াকুমার যাদব, শিবম দুবে, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, আরশদীপ সিং, কুলদীপ যাদব ও জাসপ্রিত বুমরাহ।

Nagad