১৪ বছর পর বলিউডে ফিরছেন সেলিনা জেটলি, ভক্তদের মাঝে উচ্ছ্বাস

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৮:২২ অপরাহ্ণ, জুলাই ৭, ২০২৫

দীর্ঘ ১৪ বছর পর আবারও বলিউডে ফিরছেন জনপ্রিয় অভিনেত্রী সেলিনা জেটলি। পরিবার ও সন্তানদের সময় দিতে গিয়ে অভিনয় থেকে দীর্ঘ বিরতিতে ছিলেন তিনি। তবে এবার ভক্তদের চমকে দিয়ে আবারও রূপালি পর্দায় হাজির হতে চলেছেন এই প্রাক্তন মিস ইন্ডিয়া।

সেলিনা নিজেই ইঙ্গিত দিয়েছেন তার প্রত্যাবর্তনের বিষয়ে। সম্প্রতি এক সোশ্যাল মিডিয়া পোস্টে এক ভক্ত জানতে চেয়েছিলেন, ‘কবে আপনাকে পর্দায় দেখা যাবে? উত্তরে সেলিনা সংক্ষেপে বলেন, “খুব তাড়াতাড়ি।” এই সংক্ষিপ্ত মন্তব্যেই শুরু হয়েছে নতুন করে আলোচনার ঝড়।

যদিও এখনো সুনির্দিষ্টভাবে জানা যায়নি, কোন সিনেমা বা চরিত্রের মাধ্যমে বলিউডে ফিরছেন তিনি। তবে ভারতীয় গণমাধ্যমে দেওয়া এক মন্তব্যে সেলিনা জানিয়েছেন— ‘আমি এখন বিদেশে আছি, তাই বিস্তারিত কিছু বলতে পারছি না। দেশে ফিরেই সাংবাদিক সম্মেলন করে সব জানাবো।’

এই মন্তব্য ভক্তদের আগ্রহ আরও বাড়িয়ে তুলেছে। বিশেষ করে যারা ২০০০ দশকের মাঝামাঝি সময়ের বলিউড সিনেমার নিয়মিত দর্শক ছিলেন, তাদের জন্য সেলিনার প্রত্যাবর্তন যেন পুরনো দিনের নস্টালজিয়া ফিরে পাওয়ার মতোই।

সেলিনা জেটলি শেষবার বড় পর্দায় দেখা গিয়েছিল ২০১১ সালে। এরপর অভিনয় থেকে সরে গিয়ে তিনি মন দেন পরিবার এবং সন্তানদের দিকে। তবে সবসময়ই তিনি বলেছেন, অভিনয়ের প্রতি তার ভালোবাসা কখনো কমেনি।

সেলিনার প্রত্যাবর্তন যে বলিউডে নতুন আলোচনার জন্ম দেবে, তা বলাই বাহুল্য। তিনি কী ধরনের চরিত্রে অভিনয় করবেন, তা নিয়ে যেমন কৌতূহল রয়েছে, তেমনি রয়েছে তার নতুন লুক ও স্ক্রিন প্রেজেন্স নিয়ে উচ্ছ্বাস।

Nagad