জুলাইয়ের প্রথম ছয় দিনে প্রবাসী আয় ৫ হাজার ২০৯ কোটি টাকা
চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ের প্রথম ছয় দিনে ৪২ কোটি ৭০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। টাকায় এর পরিমাণ প্রায় ৫ হাজার ২০৯ কোটি ৪০ লাখ (প্রতি ডলার ১২২ টাকা ধরে)।
সোমবার (৭ জুলাই) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।


প্রতিবেদনে বলা হয়, গত বছরের একই সময়ের তুলনায় এ বছর রেমিট্যান্স প্রবাহ বেড়েছে। ২০২৪ সালের জুলাইয়ের প্রথম ছয় দিনে রেমিট্যান্স এসেছিল ৩৭ কোটি ১০ লাখ ডলার। সেই হিসেবে চলতি বছর একই সময়ের তুলনায় বেড়েছে ৫ কোটি ৬০ লাখ ডলার বা ৬৮৩ কোটি ২০ লাখ টাকা।
এর আগে সদ্য বিদায়ী ২০২৪-২৫ অর্থবছরের শেষ মাস জুনে প্রবাসীরা পাঠিয়েছেন ২৮১ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স, যা টাকায় প্রায় ৩৪ হাজার ৪০৪ কোটি। গড় হিসাবে প্রতিদিন দেশে এসেছে ৯ কোটি ৪০ লাখ ডলার বা প্রায় ১ হাজার ১৪৭ কোটি টাকা।
বাংলাদেশ ব্যাংক জানায়, একক মাস হিসেবে এটি তৃতীয় সর্বোচ্চ রেমিট্যান্স প্রবাহ। এর আগে ২০২৫ সালের মার্চ মাসে সর্বোচ্চ ৩২৯ কোটি ডলার, মে মাসে ২৯৭ কোটি ডলার ও ডিসেম্বরে ২৬৪ কোটি ডলার রেমিট্যান্স এসেছিল।
২০২৪-২৫ অর্থবছরের জুলাই থেকে জুন পর্যন্ত মোট ৩০ দশমিক ৩৩ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে, যা আগের অর্থবছরের তুলনায় ২৬ দশমিক ৮ শতাংশ বেশি। ২০২৩-২৪ অর্থবছরে এই অংক ছিল ২৩ দশমিক ৯১ বিলিয়ন ডলার।
বিশ্লেষকরা বলছেন, রেমিট্যান্স প্রবাহে এমন ইতিবাচক প্রবৃদ্ধির পেছনে রয়েছে ঈদ মৌসুম, প্রণোদনা সুবিধা, ব্যাংকিং চ্যানেলের উপর সরকারের জোর, এবং অবৈধ হুন্ডির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ। এসবের ফলে প্রবাসীরা বৈধ পথে অর্থ পাঠাতে আগ্রহী হচ্ছেন।