কলকাতায় নারী চিকিৎসককে ধর্ষণ-হত্যা, সোচ্চার মিমি-স্বস্তিকারা

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ২:৩৪ অপরাহ্ণ, আগস্ট ১২, ২০২৪

কলকাতার আর জি কর মেডিকেল কলেজ হাসপাতালে এক নারী চিকিৎসকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এই ঘটনার বিরুদ্ধে উঠেছে প্রতিবাদের ঝড়। তাকে ধর্ষণের পর হত্যার অভিযোগ উঠেছে। এই ন্যাক্কারজনক ঘটনায় প্রতিবাদে মুখর কলকাতা। চুপ করে থাকেননি টলিউড তারকারাও। অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি চান তারা।

অন্যায়ের সঙ্গে কখনও আপোস করেন না মিমি চক্রবর্তী। এবারও করলেন না। তরুণী চিকিৎসককে ধর্ষণের পর হত্যার ঘটনায় সোচ্চার হয়েছেন তিনি। অপরাধীর ক্ষমার অযোগ্য শাস্তির দাবি জানিয়েছেন নায়িকা। সামাজিক মাধ্যমে লিখেছেন— আরজি করকাণ্ডে অপরাধীর এমন শাস্তি হওয়া উচিত, যাতে আবার এই ধরনের জঘন্য অপরাধের কথা ভাবলেই ভয়ে মেরুদণ্ড কেঁপে ওঠে। এই নারকীয় ঘটনার জন্য কেউ সন্তানহারা হলেন। কারও স্বপ্ন অকালে ঝরে গেল। কোনও পরিবার অপূরণীয় ক্ষতির মুখোমুখি হলো।

একইভাবে ঋতুপর্ণা সেনগুপ্ত লেখেন— আর কত আঘাত পাবে পরিবারগুলো? কলেজ, হাসপাতাল কোথাও কি নিরাপত্তা নেই? এভাবে মৃত্যু? কেন? কী এর ব্যাখ্যা? হতাশ আমরা। এত অন্যায় কেন? নিষ্পাপ মেয়েটি আর ফিরবে না। কী দোষ ছিল মেয়েটির? একজন চিকিৎসককে হারালাম।

নিন্দার ভাষা নেই জানিয়ে স্বস্তিকা মুখার্জী লিখেছেন— ভাষা নেই নিন্দার। এই দোষীদের সাজা হোক। মেয়েটা ভুল সময়ে, ভুল জায়গায় ছিল বলে তার দিকে আঙুল তুলব না। তারপরই তার প্রশ্ন, একটা হাসপাতালেও মেয়েরা নিরাপদ নয়? যাব কোথায়?

ছন্দময় প্রতিবাদী বাক্যে সৃজিত মুখার্জী লিখেছেন— আমার শহর কুণ্ঠিত বড়, ক্ষমা করো তুমি মেয়ে; পুরুষ বলেই গাইছি এ গান, শুধু মার্জনা চেয়ে।

এদিকে ভারতীয় গণমাধ্যমের খবর, ইতোমধ্যে অভিযুক্ত সঞ্জয় রায়কে গ্রেপ্তার করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদের পর তিনি দোশ স্বীকার করেছেন বলে জানা গেছে।

Nagad