ভারতকে ‘সিনেমা’ থেকে ‘বাস্তবে’ ফেরার পরামর্শ পাকিস্তান সেনাবাহিনীর

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১:০২ অপরাহ্ণ, মে ৯, ২০২৫

ভারত সরকারকে ‘সিনেমার জগৎ’ থেকে ‘বাস্তবে’ ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তানের সামরিক বাহিনী। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী এ মন্তব্য করেন। তিনি বলেন, পাকিস্তান পাল্টা হামলা চালালে তা বুঝতে বিশ্বের কাছে আলাদা করে ঘোষণা দেওয়ার দরকার হবে না। বাস্তবতাই সব বলে দেবে।

বিবিসি ও জিও নিউজের খবরে জানানো হয়, ভারতের দাবি অনুযায়ী পাকিস্তান সীমান্তে ১৫টি লক্ষ্যবস্তুতে হামলার বিষয়টি সম্পূর্ণ ভিত্তিহীন ও কল্পনাপ্রসূত বলে মন্তব্য করেন জেনারেল চৌধুরী। তিনি বলেন, ধরনের নাটক যুদ্ধক্ষেত্রে নয়, মানায় সিনেমা হলে।

এ সময় তিনি ভারতীয় সেনাবাহিনী ও সরকারকে উদ্দেশ করে বলেন, তারা কি এখনও অষ্টাদশ শতকে বাস করছে? কখন তারা বাস্তবে ফিরবে?

পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার সংবাদ সম্মেলনে তার পাশে উপস্থিত ছিলেন।

ভারতের প্রকাশ করা হামলার ছবি ও ভিডিও নিয়েও সমালোচনা করেন তিনি। বলেন, ওই ছবিগুলোতে যে শুকনো জমি দেখানো হচ্ছে, সেখানে অন্তত আগুন দেওয়া যেত! এসব শুধু ফাঁকা মাঠের ছবি।

জেনারেল আহমেদ শরিফ আরও বলেন, পাকিস্তানের সশস্ত্র বাহিনী সব সময় প্রস্তুত এবং ভারতের যেকোনো আগ্রাসনের কঠোর জবাব দেওয়া হবে। সংবাদ সম্মেলনের শেষদিকে তিনি বলেন, যখন পাকিস্তান জবাব দেবে, তখন ভারতীয় মিডিয়ার শরণাপন্ন হওয়ার দরকার হবে না—ঘটনা নিজেই বলবে কী হয়েছে।

Nagad