বাংলাদেশের বিপক্ষে একাদশ ঘোষণা পাকিস্তানের

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১০:৪৯ পূর্বাহ্ণ, আগস্ট ২০, ২০২৪

চার পেসার নিয়ে প্রথম টেস্টের দল ঘোষণা করল পাকিস্তান। ছবি: এএফপি

বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের একাদশ ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

বাংলাদেশের বিপক্ষে দুই টেস্টের সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামবে পরশু দিন (২১ আগস্ট)। রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত হবে ম্যাচটি। যেখানে জায়গা পেয়েছে চার পেসার।

বাংলাদেশের বিপক্ষে ওপেনিংয়ে আব্দুল্লাহ শফিকের সঙ্গে নামবেন সাইম আইয়ূব। এরপরই থাকবেন বাবর আজম। ব্যাটিং লাইনে আরও আছেন শান মাসুদ, সাউদ শাকিল ও মোহাম্মদ রিজওয়ান।

স্বাগতিকদের একাদশে জায়গা পেয়েছেন স্পিন অলরাউন্ডার সালমান আলী আঘা। মূলত ব্যাটিং অলরাউন্ডার তিনি। ১২ টেস্ট খেলে মাত্র ১৮৩ ওভার বোলিং করেছেন আঘা। অর্থাৎ ম্যাচ প্রতি ১৫ ওভার করে বোলিং করেছেন। উইকেট নিয়েছেন ১২টি।

অন্যদিকে একাদশে থাকা চার পেসার হলেন শাহিন আফ্রিদি, নাসিম শাহ, খুররম শাহজাদ ও মোহাম্মদ আলী। এর মধ্যে নাসিম শাহ ১৭ টেস্ট খেলেছেন। ২৪ বছরের খুররম দ্বিতীয় ও ৩১ বছরের মোহাম্মদ আলী তৃতীয় টেস্ট খেলতে নামবেন।

পাকিস্তানের একাদশ:

Nagad

আব্দুল্লাহ শফিক, সাইম আইয়ূব, শান মাসুদ (অধিনায়ক), বাবর আজম, সাউদ শাকিল, মোহাম্মদ রিজওয়ান, সালমান আলী আঘা, শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ, খুররম শাহজাদ ও মোহাম্মদ আলী।