মোংলা এসিল্যান্ডের বদলি আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
মোংলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ তারিকুল ইসলামের বদলি আদেশ প্রত্যাহারের দাবিতেমানববন্ধন পালিত হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র-ছাত্রী ও সাধারণ জনগণের পক্ষ থেকে রবিবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদের প্রধান গেইটে এ মানববন্ধন পালন করা হয়।
এ সময় বক্তারা বলেন-মোঃ তারিকুল ইসলাম মোংলায় এসিল্যান্ড হিসেবে যোগদানের পর থেকে তিনি এ অফিসটিকে ঘুষ ও দালালমুক্ত করেছেন। এতে তিনি উপজেলা জুড়ে ব্যাপক সুনামও কুড়িয়েছেন।


তার এ কাজের ফলে সাধারণ লোকজন সময় মত সঠিক সেবা পাচ্ছেন। এর আগে ঘুষ ও দালাল চক্রের দৌরাত্মে হয়রানী হতেন সেবাগ্রহীতার। তাই এ এলাকার উন্নয়ন ও মানুষের সেবার মান স্বচ্ছ রাখতে তার বদলি আদেশ প্রত্যাহারের দাবী জানান তারা। অবস্থান কর্মসূচি শেষে এসিল্যান্ডের বদলি আদেশ প্রত্যাহারের দাবীতে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে জেলা প্রশাসক বরাবর স্মারক লিপি দেন তারা।
উল্লেখ্য, গত সপ্তাহে এসিল্যান্ড তারিকুল ইসলামের বদলি আদেশ আসে। এর আগে তিনি এখানে যোগদান করেন চলতি বছরের ১৮এপ্রিল।