দেশে নতুন করে কোনো সংকট তৈরি হোক সেটা চাই না : নজরুল ইসলাম
দেশে নতুন করে সাংবিধানিক ও রাজনৈতিক সংকট তৈরি হোক সেটা চান না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
তিনি বলেন-আমরা অন্তর্বর্তী সরকারের প্রধানের সঙ্গে রাজনৈতিক সংলাপ চালিয়ে আসছি, তারই ধারাবাহিকতায় আজ আমরা আলোচনা করেছি। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে নির্বাচনের ক্ষেত্র প্রস্তুতের জন্য যে সংস্কার চলছে সে কাজ জোরদার করার জন্য ঐকমত্যের ভিত্তিতে সেসব সংস্কার দ্রুত করে নির্বাচনের মাধ্যমে একটা জনগণের সরকার প্রতিষ্ঠার আলোচনা আমরা করছি।


তিনি বলেন, দেশে যেন সাংবিধানিক ও রাজনৈতিক সংকট তৈরি না হয়, সে ব্যাপারে সতর্ক থাকতে প্রধান উপদেষ্টা রাজনীতিবিদদের প্রতি আহ্বান জানিয়েছেন।
দেশে চলমান রাজনৈতিক পরিস্থিতিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় বিএনপি নেতাদের সঙ্গে এ বৈঠক নির্ধারিত, তবে তারা বলছেন, চলমান সংলাপের অংশ। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং সালাউদ্দিন আহমেদ ছিলেন।
নজরুল ইসলাম খান বলেন, আমরা দেখেছি পতিত স্বৈরাচার এবং তাদের দোসররা নানাভাবে দেশের রাজনৈতিক এবং সাংবিধানিক সংকটের চেষ্টা করছে। আমরা মনে করি দীর্ঘদিন লড়াই করে বহু সাথীর রক্তের বিনিময়ে আমরা যে পরিবর্তন অর্জন করেছি যেন কেউ কোনো সাংবিধানিক বা রাজনৈতিক সংকট সৃষ্টি না করতে পারে সে কারণে সবাইকে ঐক্যবদ্ধ হওয়া দরকার। এ ব্যাপারে আমাদের সবাইকে হুঁশিয়ার থাকতে হবে।
দ্রুত সংস্কার কার্যক্রম শেষ করার তাগিদ দিয়ে নজরুল ইসলাম খান বলেন, ঐকমত্যের ভিত্তিতে এই সংস্কার হতে হবে।