বাফুফের নতুন সভাপতি তাবিথ আউয়াল

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৭:০৯ অপরাহ্ণ, অক্টোবর ২৬, ২০২৪

সংগৃহীত ছবি

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন বাফুফের সাবেক সহসভাপতি তাবিথ আউয়াল। টানা ১৬ বছর পর এ পদে নতুন মুখ এলো।

রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আজ শনিবার (২৬ অক্টোবর) অনুষ্ঠিত হয়ে গেল নির্বাচন। প্রতিদ্বন্দ্বী মিজানুর রহমানকে হারিয়ে প্রথমবারের মতো বাফুফে সভাপতি নির্বাচিত হলেন তাবিথ আউয়াল। বিষয়টি নিশ্চিত করেছেন এই নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার মেজবাহউদ্দিন।

বাফুফে নির্বাচনে ১২৩ ভোট পেয়ে সভাপতি হয়েছেন তাবিথ আওয়াল। তার প্রতিদ্বন্দ্বী মিজানুর রহমান পেয়েছেন ৪ ভোট।

ভোটগ্রহন প্রক্রিয়া শেষে প্রধান নির্বাচন কমিশনার গণমাধ্যমকে বলেন, ‘বাফুফে নির্বাচনে মোট ১২৮টি ভোট পড়েছে। ৫ জন ভোট দিতে আসেননি। এই ১২৮ ভোটের মধ্যে ১২৩ ভোট পেয়েছেন তাবিথ আওয়াল। জনাব মিজানুর রহমান পেয়েছেন ৫ ভোট। ১২৩ ভোট পাওয়া জনাব তাবিথ আওয়াল ২০২৪ ও ২০২৮ মেয়াদের জন্য বাফুফে সভাপতি নির্বাচিত হয়েছেন’।

বাফুফেতে এর আগে দুইবার সহ-সভাপতি পদে ছিলেন তাবিথ আউয়াল। ২০১২ থেকে ২০২০ পর্যন্ত টানা দুবার নির্বাচিত সহ-সভাপতি ছিলেন তিনি। ২০২০ সালে অনুষ্ঠিত সর্বশেষ নির্বাচনে অবশ্য হেরে যান এই ক্রীড়া সংগঠক। এবার আর হারের বেদনায় পুড়তে হয়নি তাকে। নিরঙ্কুশ ব্যবধানে জিতে দেশের ফুটবলের সর্বোচ্চ পদে বসেছেন তিনি।

আগামী চার বছরের জন্য দেশের ফুটবল পেয়ে গেছে তাদের অভিভাবককে। বাফুফের নতুন সভাপতি হলেন তাবিথ আউয়াল। এর মধ্য দিয়ে শেষ হলো কাজী সালাউদ্দিনের টানা চার মেয়াদে ১৬ বছরের শাসনামল।

Nagad