বিয়ের দুই মাস পরই মা হওয়ার ঘোষণা অ্যামি জ্যাকসনের
ভারতীয় অভিনেত্রী অ্যামি জ্যাকসন। ব্রিটিশ বংশোদ্ভূত এ অভিনেত্রী মা হতে চলেছেন। বিয়ের দুই মাসের মাথায় এমনই সুখবর জানালেন তিনি। সম্প্রতি ইনস্টাগ্রামে বেবি বাম্পের ছবি প্রকাশের মধ্য দিয়ে বিয়ের দুই মাস পরই সুখবরটি জানান এই অভিনেত্রী।
প্রকাশিত ছবিতে দেখা যায়, খোলা মাঠে সাদা গাউন পরে স্বামীকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছেন অ্যামি জ্যাকসন। এতে তার বেবি বাম্প স্পষ্ট। তা ছাড়াও স্বামীর সঙ্গে আরো আনন্দঘন মুহূর্তের বেশ কটি ছবি শেয়ার করেছেন এই অভিনেত্রী।


গত ২৯ জানুয়ারি দীর্ঘদিনের প্রেমিক এড ওয়েস্টউইকের সঙ্গে বাগদান সারেন অ্যামি জ্যাকসন। ২৪ আগস্ট বিয়ে করেন এই জুটি। এটি তাদের প্রথম সন্তান। তবে কবে নাগাদ সন্তানের মুখ দেখবেন তা জানাননি অ্যামি।
দক্ষিণি সিনেমাতেই বেশি অভিনয় করেন অ্যামি জ্যাকসন। বলিউডেও দেখা গেছে তাকে। ব্যক্তিগত জীবনে প্রেম-বিয়ে নিয়ে অনেকবার আলোচনায় উঠে এসেছেন এই অভিনেত্রী। এর আগে জর্জ পানাইয়োতুর সঙ্গে বাগদান সারেন অ্যামি জ্যাকসন।
উল্লেখ্য, ২০১৯ সালে বিয়ের আগেই পুত্রসন্তানের জন্ম দেন এই নায়িকা। পরবর্তীকালে জানা যায়, এ সম্পর্ক থেকে বেরিয়ে এসেছেন অ্যামি।