সংখ্যালঘু নির্যাতনের বিষয়ে ডোনাল্ড ট্রাম্পকে কেউ ভুল বুঝিয়েছে: দুদু

ঝিনাইদহ প্রতিনিধি:ঝিনাইদহ প্রতিনিধি:
প্রকাশিত: ৯:১১ অপরাহ্ণ, নভেম্বর ২, ২০২৪

বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ডোনাল্ড ট্রাম্পে মিসগাউড করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। কিছুদিন আগে সজীব ওয়াজেদ জয়ের লবিস্ট নিয়োগের প্রতিক্রিয়া এটা হতে পারে বলেও জানান তিনি।

শনিবার (২ নভেম্বর) বিকেলে ঝিনাইদহ-২ আসনের সাবেক সংসদ সদস্য প্রয়াত মসিউর রহমানের স্মরণসভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এখনও আশাব্যঞ্জক না তবে নির্বাচন পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা করেন তিনি।

তিনি বলেন, বাজারের অবস্থা খুব একটা ভালো না। সব নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বেড়ে গেছে। অথচ এই সরকারের প্রথম কাজ ছিল এসব নিয়ন্ত্রণ করা।

শামসুজ্জামান দুদু বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এখনও আশাব্যঞ্জক না তবে নির্বাচন পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে।

স্মরণসভায় বিএনপি’র সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু, জেলা বিএনপি’র সভাপতি এমএ মজিদ, সাধারন সম্পাদক জাহিদুজ্জামান মনাসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

Nagad