ফিল্ম পলিটিক্সের শিকার হয়ে হলিউডে প্রিয়াঙ্কা চোপড়া

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৯:৩৮ পূর্বাহ্ণ, নভেম্বর ৭, ২০২৪

বলিউড পেরিয়ে হলিউডে শক্ত অবস্থান গড়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। ‘কোয়ান্টিকো’, ‘বেওয়াচ’, ‘দ্য ম্যাট্রিক্স রিসারেকশন্স’ এবং সাম্প্রতিক সিরিজ ‘সিটাডেল’-এর মাধ্যমে তিনি প্রশংসা কুড়িয়েছেন বিশ্বজুড়ে। তবে বলিউডে ফিল্ম পলিটিক্সের শিকার হয়ে একসময় কোণঠাসা হয়ে পড়েছিলেন বলে জানিয়েছেন প্রিয়াঙ্কা।

বলিউডে কাজ না পেয়ে তিনি বাধ্য হয়েছিলেন হলিউডের বি-গ্রেড ছবিতে ছোট চরিত্রে কাজ করতে। এ প্রসঙ্গে প্রিয়াঙ্কা বলেন, “আমি ফিল্ম পলিটিক্সে দক্ষ নই, আর বলিউডের রাজনীতিতে ক্লান্ত হয়ে পড়েছিলাম। তাই বিরতি চেয়েছিলাম।” হলিউডে কাজের অভিজ্ঞতা অর্জনের জন্য তিনি ছোট চরিত্রেও রাজি ছিলেন, যা তাকে পরবর্তী বড় কাজের জন্য প্রস্তুত করেছে।