গাজায় ইসরায়েলি অভিযানে নিহতের সংখ্যা ৪৩ হাজার ছাড়ালো

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১০:০০ পূর্বাহ্ণ, নভেম্বর ৯, ২০২৪

ছবি: রয়টার্স

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর সামরিক অভিযানে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৩ হাজার ৫০৮ জনে, আহত হয়েছেন কমপক্ষে ১ লাখ ২ হাজার ৬৮৪ জন। শুক্রবার (৮ নভেম্বর) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়ে সতর্ক করে বলেছে, প্রকৃত হতাহতের সংখ্যা আরও বেশি হতে পারে, কারণ অনেকেই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন। উদ্ধার কার্যক্রম লোকবল ও সরঞ্জামের অভাবে বাধাগ্রস্ত হচ্ছে বলে জানিয়েছে মন্ত্রণালয়।

২০২৩ সালের ৭ অক্টোবর গাজা নিয়ন্ত্রণকারী হামাস ইসরায়েলে হামলা চালিয়ে ১ হাজার ২০০ জনকে হত্যা এবং ২৪২ জনকে জিম্মি করে। সেই ঘটনার পর থেকেই জিম্মিদের উদ্ধারের জন্য ইসরায়েল গাজায় হামলা চালিয়ে যাচ্ছে। যদিও জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে একাধিকবার যুদ্ধবিরতির আহ্বান জানানো হয়েছে, ইসরায়েল তা উপেক্ষা করেই অভিযান অব্যাহত রেখেছে।

যুদ্ধের প্রভাবে গাজায় খাদ্য, সুপেয় পানি এবং ওষুধের চরম সংকট দেখা দিয়েছে। প্রায় ২০ লাখ অধিবাসীর বেশিরভাগই বাস্তুচ্যুত হয়েছেন। যুক্তরাষ্ট্র, মিসর ও কাতারসহ বিভিন্ন দেশ যুদ্ধবিরতির চেষ্টা করলেও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর অস্বীকৃতির কারণে তা ব্যর্থ হয়েছে।

গাজার এ সংঘাতের জন্য ইতোমধ্যে ইসরায়েলের বিরুদ্ধে জাতিসংঘের আন্তর্জাতিক আদালত ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসে গণহত্যার মামলা দায়ের করা হয়েছে।