তৌহিদ আফ্রির সঙ্গে সম্পর্ক নিয়ে আবারও মুখ খুললেন দীঘি
শিশুশিল্পী হিসেবে চলচ্চিত্রে যাত্রা শুরু করা অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করে সুনাম কুড়িয়েছেন। তাকে নিয়ে বিভিন্ন সময়ে প্রেমের গুঞ্জন শোনা গেছে, বিশেষ করে ইউটিউবার তৌহিদ আফ্রিদির সঙ্গে সম্পর্ক নিয়ে আলোচনা হয়েছে। এবার এ বিষয়ে আবারও কথা বলেছেন দীঘি।
সাম্প্রতিক এক সাক্ষাৎকারে সংবাদমাধ্যমকে দীঘি জানান, তৌহিদ আফ্রিদির সঙ্গে তার বন্ধুত্ব অটুট রয়েছে। তিনি বলেন, ‘তৌহিদ আফ্রিদি আমার সবসময়ই ভালো বন্ধু। বন্ধুত্বের কোনো নির্দিষ্ট সময়সীমা নেই, আজ বন্ধুত্ব আছে মানে ভবিষ্যতেও থাকবে। আমাদের মিডিয়ায় বন্ধুত্ব নিয়ে অনেক আলোচনা হয়, যা অনেক সময় মনগড়া হয়। আমি বলব, আফ্রিদি সবসময়ই আমার ভালো বন্ধু ছিল, আছে, থাকবে।’


এর আগে মাহিমিন রাশিদ নামের এক তরুণের সঙ্গেও দীঘির প্রেমের গুঞ্জন শোনা গিয়েছিল। ওই তরুণের ফেসবুক আইডিতে দীঘির কিছু ছবি পাওয়া যায়, যেখানে সমুদ্রের পাশে মাহিমিনের কাঁধে মাথা রেখে তাকে দেখা যায়। তখনও দীঘি একে শুধুমাত্র বন্ধুত্ব হিসেবে উল্লেখ করেছিলেন।