স্ট্যাটাসে ফারুকী: ‘হাসিনা টিকে গেলে মৃত্যু অপেক্ষা করছে, আমি তার সহযোগী?’
দেশের স্বনামধন্য নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার পর থেকেই নানা বিতর্কের মুখে পড়েছেন। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পর তার পুরোনো কিছু স্ট্যাটাস সামনে এনে তাকে আওয়ামী লীগ সরকারের সহযোগী হিসেবে দেখানো হচ্ছে, যা নিয়ে তিনি কষ্ট পেয়েছেন বলে জানিয়েছেন।
মঙ্গলবার রাতে এক দীর্ঘ ফেসবুক স্ট্যাটাসে ফারুকী স্পষ্ট করেছেন যে, তিনি ২০১২ সাল থেকেই আওয়ামী সরকারের বিরুদ্ধে ছিলেন এবং এই ফ্যাসিস্ট সরকারকে ক্ষমতা থেকে হটানোর পক্ষে ছিলেন। তার দাবি, ছাত্র আন্দোলন এবং বৈষম্যবিরোধী উদ্যোগের পাশে দাঁড়ানোয় অনেক ঝুঁকি নিয়েছেন, যা একান্ত ব্যক্তিগত নিরাপত্তাকেও হুমকির মুখে ফেলেছে।


স্ট্যাটাসে ফারুকী আরও লেখেন, “ফ্যাসিস্ট হাসিনা টিকে গেলে মৃত্যু কিংবা জেল হতে পারে, তবুও আমি তার বিরুদ্ধে কথা বলেছি।” তিনি নিজের স্বাধীনতার জন্য ফ্যাসিবাদের বিরুদ্ধে বারবার সোচ্চার হয়েছেন বলেও দাবি করেছেন। তিনি উল্লেখ করেন, “আমি কোনো দল করি না, তবে স্বাধীনতার পক্ষেই কথা বলেছি। ২০১৪ সালে বিএনপির শীর্ষ নেতার কাছ থেকে প্রশংসা পেয়েছিলাম, যা প্রমাণ করে আমি আওয়ামী লীগের সঙ্গে যুক্ত নই।”
ফারুকী জানান, তিনি কোনো বিপ্লবী নন, বরং একজন ফিল্মমেকার এবং তাই সবসময় শিল্পী হিসেবে নিজের দায়িত্বকেই গুরুত্ব দেন। তবে বর্তমান দায়িত্বটি তিনি দেশের জন্য কর্তব্য হিসেবে নিচ্ছেন এবং দেশকে কিছু দেওয়ার ইচ্ছা থেকেই এই সিদ্ধান্ত নিয়েছেন।