৭২-এ পা দিলেন রুনা লায়লা, ছড়াচ্ছেন সুরের জাদু

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৪:২২ অপরাহ্ণ, নভেম্বর ১৭, ২০২৪

কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা ছয় দশকের সংগীতযাত্রায় অগণিত শ্রোতাদের সুরের মায়ায় আবদ্ধ করে রেখেছেন। আজ (১৭ নভেম্বর) তার জন্মদিন। ৭১ বছর পূর্ণ করে আজ ৭২-এ পদার্পণ করলেন তিনি। বয়স তার জীবনের গতি থামাতে পারেনি, বরং সুর ও রূপের দীপ্তি দিন দিন যেন আরও বাড়ছে।

জন্মদিন উপলক্ষে রুনা লায়লা গণমাধ্যমে বলেন, “সবার কাছে দোয়া চাই যেন সৃষ্টিকর্তা আমাকে এবং আমার পরিবারের সবাইকে সুস্থ রাখেন। আরও সুন্দর গান দিয়ে শ্রোতাদের মন জয় করতে পারি। দীর্ঘ সংগীতজীবনে মানুষের ভালোবাসা ও শ্রদ্ধা পেয়ে আমি সত্যিই কৃতজ্ঞ।”

১৯৫২ সালে সিলেটে জন্ম নেওয়া রুনা লায়লার সংগীতের হাতেখড়ি পাকিস্তানে। মাত্র ১২ বছর বয়সে ১৯৬৪ সালে ‘জুগনু’ সিনেমার গান দিয়ে সংগীতজগতে পেশাগত যাত্রা শুরু করেন। বাংলাদেশের সিনেমাসহ ভারত, পাকিস্তান এবং দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের গজল ও প্লে-ব্যাক গানে তার জনপ্রিয়তা আজও অটুট। রুনা লায়লা ১৮টি ভাষায় ১০ হাজারেরও বেশি গান গেয়েছেন, যা একটি অসামান্য কৃতিত্ব। তার গাওয়া ‘দমাদম মাস্ত কালান্দার’ আজও শ্রোতাদের মুগ্ধ করে। ১৯৭০ সালে বাংলাদেশের সিনেমায় প্রথম প্লে-ব্যাক করেন তিনি ‘স্বরলিপি’ সিনেমার ‘গানেরই খাতায় স্বরলিপি লিখে’ গানের মাধ্যমে।

বাংলাদেশের পাশাপাশি ভারতের এবং পাকিস্তানের সিনেমায় প্লে-ব্যাক করে তিনি প্রতিষ্ঠা করেছেন নিজেকে আন্তর্জাতিক খ্যাতির গায়িকা হিসেবে। বাংলা ভাষায় তার গাওয়া জনপ্রিয় গানের মধ্যে রয়েছে— ‘যখন থামবে কোলাহল’, ‘পাখি খাঁচা ভেঙে উড়ে গেলে’, ‘পান খাইয়া ঠোঁট লাল করিলাম’, এবং ‘ভাষার জন্য যারা দিয়ে গেছো প্রাণ’।

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত রুনা লায়লা আজও সংগীতপ্রেমীদের মুগ্ধ করে চলেছেন। তার অসামান্য কীর্তি তাকে দক্ষিণ এশিয়ার সংগীতাঙ্গনে অমর করে রেখেছে। শুভ জন্মদিন, রুনা লায়লা।

Nagad