ডেঙ্গুতে একদিনে রেকর্ড ১৩৮৯ জন হাসপাতালে ভর্তি, ৮ জনের মৃত্যু
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও আটজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪১৫ জনে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৩৮৯ জন, যা চলতি বছরের মধ্যে একদিনে সর্বোচ্চ।
রবিবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।


গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া আটজনের মধ্যে সাতজনই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বাসিন্দা। অন্যজন চট্টগ্রাম বিভাগের বাসিন্দা।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একদিনে ঢাকার দুই সিটি করপোরেশনের মধ্যে উত্তর সিটিতে ২০৯ জন এবং দক্ষিণ সিটিতে ১৪৬ জন আক্রান্ত হয়েছেন। অন্যদিকে ঢাকার বাইরের বিভাগগুলোর মধ্যে সর্বোচ্চ ৪১২ জন রোগী ঢাকায়, ১৭২ জন চট্টগ্রামে, ১৫৯ জন খুলনায়, এবং ১২৩ জন বরিশালে ভর্তি হয়েছেন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৭ নভেম্বর পর্যন্ত দেশে মোট ৭৯ হাজার ৯৮৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। আক্রান্তদের মধ্যে ৬৩.১০ শতাংশ পুরুষ এবং ৩৬.৯০ শতাংশ নারী। মৃত ৪১৫ জনের মধ্যে নারী ৫০.১০ শতাংশ এবং পুরুষ ৪৯.৯০ শতাংশ।
বিশেষজ্ঞদের সতর্কতা
প্রতিবছর বর্ষাকালে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পায়। এ বছরও বর্ষা শেষে পরিস্থিতি আরও খারাপ হয়েছে। বিশেষজ্ঞরা ডেঙ্গু প্রতিরোধে ব্যক্তিগত সচেতনতা বাড়ানোর পাশাপাশি সঠিক চিকিৎসা নিশ্চিত করার পরামর্শ দিয়েছেন।