সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে ৬ ঘণ্টা জিজ্ঞাসাবাদ

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ১০:৫৪ অপরাহ্ণ, নভেম্বর ১৭, ২০২৪

জাতীয় টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) সাবেক মহাপরিচালক ও সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে ৬ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। রবিবার (১৭ নভেম্বর) ধানমন্ডিতে সংস্থার কার্যালয়ে তাকে জিজ্ঞাসাবাদ শেষে কারাগারে পাঠানো হয়।

জুলাই-আগস্ট গণহত্যা মামলায় জিয়াউল আহসানের সম্পৃক্ততার প্রাথমিক প্রমাণ পাওয়ার ভিত্তিতে তদন্ত সংস্থা এই জিজ্ঞাসাবাদ করে। এর আগে, ১২ নভেম্বর প্রসিকিউশনের আবেদনের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে একদিনের জিজ্ঞাসাবাদের অনুমতি দেয়। প্রসিকিউশনের দাবি, তার বিরুদ্ধে হত্যা ও গণহত্যার প্রমাণ তদন্তের তথ্য যাচাইয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

গত ১৬ জুলাই ছাত্র আন্দোলনের সময় ছয়জন নিহত হন। এ ঘটনায় নিউমার্কেট থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা দায়ের করা হয়। তদন্তে জিয়াউল আহসানের সম্পৃক্ততার অভিযোগ উঠে। সেনা হেফাজতে থাকা এই কর্মকর্তাকে পুলিশ হেফাজতে হস্তান্তর করা হয়।

১৯৯১ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশনপ্রাপ্ত জিয়াউল আহসান প্রশিক্ষিত কমান্ডো এবং প্যারাট্রুপার ছিলেন। ২০০৯ সালে তিনি র‌্যাব-২-এর উপঅধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। পদোন্নতির পর র‌্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার পরিচালক হন এবং পরবর্তীতে র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক হিসেবে দায়িত্ব পান। ২০১৬ সালে ব্রিগেডিয়ার জেনারেল পদে উন্নীত হয়ে তিনি এনএসআইয়ের পরিচালক হন।

২০২২ সালে এনটিএমসির মহাপরিচালক হিসেবে দায়িত্ব পান জিয়াউল আহসান। তবে ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর রাজনৈতিক পরিবর্তনের ধারাবাহিকতায় তাকে সেনাবাহিনী থেকে অব্যাহতি দেওয়া হয়। ১৫ আগস্ট রাতে তাকে খিলক্ষেত থেকে গ্রেপ্তার করা হয়।

জিয়াউল আহসানের বিরুদ্ধে চলমান তদন্তে নতুন তথ্য উঠে আসার সম্ভাবনা রয়েছে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।

Nagad