ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর মিডিয়া প্রধান নিহত

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১০:১৯ অপরাহ্ণ, নভেম্বর ১৭, ২০২৪

লেবাননের রাজধানী বৈরুতের রস আল-নাবা এলাকায় ইসরায়েলের হামলায় প্রাণ হারিয়েছেন হিজবুল্লাহর মিডিয়া বিভাগের প্রধান মোহাম্মদ আফিফ। রোববার (১৭ নভেম্বর) দুটি লেবাননি গোয়েন্দা সূত্র এ তথ্য জানিয়েছে। তবে এ বিষয়ে হিজবুল্লাহ এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি। রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

ইসরায়েলি সামরিক বাহিনী এ হামলা নিয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। এছাড়া হামলার আগে রস আল-নাবা এলাকার বাসিন্দাদের সরিয়ে নেওয়ার কোনো সতর্কবার্তাও দেওয়া হয়নি বলে জানানো হয়।

মোহাম্মদ আফিফ দীর্ঘদিন ধরে হিজবুল্লাহর মিডিয়া কার্যক্রমের সঙ্গে যুক্ত ছিলেন। তিনি সংগঠনটির সাবেক মহাসচিব হাসান নাসরাল্লাহর ঘনিষ্ঠ উপদেষ্টা হিসেবে কাজ করেছেন। আফিফ হিজবুল্লাহ পরিচালিত আল-মানার টেলিভিশন চ্যানেলের দায়িত্ব পালন করেছেন এবং পরবর্তীতে সংগঠনের পুরো মিডিয়া বিভাগের নেতৃত্বে আসেন।

২০২৩ সালের ৮ অক্টোবর গাজায় হামাসের আক্রমণের প্রতিক্রিয়ায় ইসরায়েলি সামরিক অভিযান শুরুর পর থেকেই হিজবুল্লাহ দক্ষিণ লেবানন থেকে রকেট হামলা শুরু করে। এর পর থেকে ইসরায়েল এবং হিজবুল্লাহর মধ্যে নিয়মিত পাল্টাপাল্টি হামলা চলছিল।

সম্প্রতি, সেপ্টেম্বর মাসে ইসরায়েল লেবাননে সামরিক অভিযান বাড়িয়ে দেয়। দক্ষিণ লেবানন, পূর্বাঞ্চল এবং বৈরুতের দক্ষিণাঞ্চলে বোমা বর্ষণের পাশাপাশি সীমান্ত এলাকায় স্থল অভিযানও পরিচালনা করা হয়।

মোহাম্মদ আফিফ বেশ কয়েকটি সংবাদ সম্মেলনের আয়োজন করেছিলেন। ১১ নভেম্বর এক সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, ইসরায়েলি বাহিনী লেবাননের কোনো এলাকা দখল করতে পারেনি এবং হিজবুল্লাহ দীর্ঘমেয়াদি যুদ্ধ চালানোর সক্ষমতা রাখে।

Nagad

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, এই হামলায় একজন নিহত এবং তিনজন আহত হয়েছেন। ঘটনার পরপরই এলাকাটি নিরাপত্তারক্ষীরা ঘিরে ফেলে এবং অ্যাম্বুলেন্সে আহতদের হাসপাতালে নেওয়া হয়।