বাংলাদেশকে না দেওয়ার পক্ষে ভারতের কোনো যৌক্তিক ভিত্তি নেই: অর্থ উপদেষ্টা
অভিন্ন নদীর পানি বাংলাদেশকে না দেওয়ার পক্ষে ভারতের কোনো যৌক্তিক ভিত্তি নেই বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের অর্থ মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
শনিবার (২৩ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সেমিনারে তিনি বলেন, “ইউরোপের দানিউব নদীর মতো আন্তর্জাতিক নীতিতে নদীর পানি ভাগাভাগি হয়। অথচ ভারত ইচ্ছামতো আমাদের পানির প্রবাহ নিয়ন্ত্রণ করছে। এতে কৃষি ও পরিবেশ মারাত্মক ক্ষতিগ্রস্ত হচ্ছে।”


তিনি অভিযোগ করেন, “ভারত পানির চাপ থাকলে স্লুইসগেট খুলে দেয়, আর স্বল্পতায় তা বন্ধ রাখে। আমাদের চাষাবাদে এই সংকটের সরাসরি প্রভাব পড়ছে। ৫৪টি অভিন্ন নদীর ন্যায্য হিস্যা নিশ্চিত করতে আমাদের আরও চাপ প্রয়োগ করতে হবে।”
ড. সালেহউদ্দিন আরও বলেন, “গ্রাউন্ড ওয়াটার লেভেল নিয়ে সংকট ক্রমশ বাড়ছে। সঠিক সময়ে পানি পেলে কৃষি ও যোগাযোগ ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে।”
সেমিনারে সভাপতিত্ব করেন আন্তর্জাতিক ফারাক্কা কমিটির সমন্বয়ক মোস্তফা কামাল মজুমদার। আরও উপস্থিত ছিলেন কমিটির নিউইয়র্ক শাখার চেয়ারম্যান সৈয়দ টিপু সুলতান, বাংলাদেশ শাখার সভাপতি অধ্যাপক জসিম উদ্দিন আহমাদ এবং শেখ রফিকুল ইসলাম বাবলু।