সরকারি চাকরিতে ১৮ হাজার ১৪৯ পদে নিয়োগের ঘোষণা
বিসিএস ক্যাডার ও নন-ক্যাডার মিলে মোট ১৮ হাজার ১৪৯ জনকে নিয়োগ দেবে সরকার। এর মধ্যে ক্যাডারে ১২ হাজার ৭১০ জন এবং নন-ক্যাডারে ৫ হাজার ৪৩৯ জনকে নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান।
রোববার (২৪ নভেম্বর) সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।


জনপ্রশাসন সচিব আরও বলেন, দ্রুত সময়ের মধ্যে ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।
তিনি জানান, ৪৩তম থেকে ৪৭তম বিসিএসের মাধ্যমে ক্যাডার পদে মোট ১২ হাজার ৭১০ জন এবং নন-ক্যাডার পদে ৫ হাজার ৪৩৯ জনকে নিয়োগ দেওয়া হবে। ৪৩তম বিসিএস থেকে ২০৬৪ জন ক্যাডার এবং ৬৪২ জন নন-ক্যাডার নিয়োগের প্রক্রিয়া চলছে। ৪৭তম বিসিএসে ক্যাডার পদে ৩৪৮৭ জন এবং নন-ক্যাডারে ৩২৫ জন নিয়োগ পাবেন।
সচিবের মতে, এসব নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা হবে।