ট্রাফিক নিয়ন্ত্রণে অবসরপ্রাপ্তদের নিয়োগের পরিকল্পনা: স্বরাষ্ট্র উপদেষ্টা

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৬:২৮ অপরাহ্ণ, নভেম্বর ২৪, ২০২৪

ফাইল ছবি

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, রাজধানীতে ট্রাফিক নিয়ন্ত্রণে অবসরপ্রাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিয়োগের পরিকল্পনা করা হচ্ছে। বর্তমানে ডিএমপি এলাকায় ৭০০ শিক্ষার্থী ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করছে। একইভাবে অবসরপ্রাপ্ত পুলিশ, সেনাবাহিনী, নৌবাহিনী, এয়ারফোর্স, বিজিবি ও আনসারের মধ্যে যারা পূর্বে এ কাজে অভিজ্ঞ, তাদের নিয়ে একটি কমিউনিটি পুলিশিং গঠন করা হবে। প্রাথমিকভাবে ৫০০ জনকে এ কাজে অন্তর্ভুক্ত করার চিন্তা করা হচ্ছে এবং বয়সসীমা নির্ধারণ করা হবে।

আজ (২৪ নভেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের চতুর্থ সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।

উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী ব্যাটারিচালিত রিকশা বন্ধের বিষয়ে কার্যক্রম চলমান রয়েছে উল্লেখ করে উপদেষ্টা বলেন, এ বিষয়ে আইন মন্ত্রণালয়ের মাধ্যমে নির্দেশনা এলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ভুয়া ও মিথ্যা মামলার বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এ ধরনের হয়রানি বন্ধে একটি কমিটি গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে। জেলা পর্যায়ে এ কমিটিতে জেলা প্রশাসক, পুলিশ সুপার ও লিগ্যাল এইড কমিটির একজন সদস্য থাকবেন। কমিটি যাচাই করবে, যাতে নিরপরাধ কেউ হয়রানির শিকার না হন।

সভায় সারাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন, বিশ্ব ইজতেমার নিরাপত্তা, বিজয় দিবস উদযাপন, মাদক নিয়ন্ত্রণ, সড়কের ট্রাফিক ব্যবস্থার উন্নয়নসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। সভায় আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।

Nagad