রিকশাচালক বাদশা মিয়ার সততা: মানিব্যাগ ফেরত পেয়ে আপ্লুত আইনজীবী

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ১০:৪১ পূর্বাহ্ণ, নভেম্বর ২৮, ২০২৪

সেলফি তোলার মুহূর্তে অ্যাডভোকেট খন্দকার হাসান শাহরিয়ার ও রিকশাচালক বাদশা মিয়া।

সততার গল্প সমাজে ইতিবাচক পরিবর্তনের স্বপ্ন দেখায়। এখনো কিছু ভালো মানুষ আছে বলেই মানুষ-মানুষের পাশে দাঁড়ায়। এমনই এক গল্পের নায়ক সাভারের রিকশাচালক ৭০ বছর বয়সী বাদশা মিয়া। তার সততা আর মানবিকতায় আপ্লুত হয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী, বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরাম-বিআইজেএফ এর সদস্য অ্যাডভোকেট খন্দকার হাসান শাহরিয়ার। যিনি হারিয়ে ফেলা গুরুত্বপূর্ণ ডকুমেন্ট সহ মানিব্যাগ ফিরিয়ে পেয়েছেন সম্পূর্ণ অক্ষত অবস্থায়।

যার মধ্যে ছিলো- ব্যাংকের ডেবিট কার্ড, এনআইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির আইডি কার্ড, ঢাকা আইনজীবী সমিতির আইডি কার্ড, ঢাকা ট্যাক্সেস বারের আইডি কার্ড, বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরামের আইডি কার্ড, মিনা বাজার স্বপ্ন ও এগোরার মেম্বারশিপ কার্ড, দুইটি পেনড্রাইভ সহ গুরুত্বপূর্ণ অনেক কাগজপত্র।

এনিয়ে আইনজীবী অ্যাডভোকেট খন্দকার শাহরিয়ার সারাদিন ডট নিউজকে বলেন- গতকাল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় মানিব্যাগ হারিয়ে যায়। হারানো মানিব্যাগ খুঁজে না পেয়ে বিষণ্নতায় ডুবে ছিলাম এবং থানায় সাধারণ ডায়েরি করার সিদ্ধান্ত নিয়েছিলাম কিন্তু করিনি। বিশ্বাস ছিলো ফিরে পাব। আলহামদুলিল্লাহ তাই হয়েছে।

রাতের দিকে সাভার থেকে একটি ফোন পান বলে জানান তিনি। ফোনে এক স্কুলছাত্র জানায়, তার বাবা বাদশা মিয়া টিএসসি এলাকায় রিকশা চালানোর সময় মানিব্যাগটি পেয়েছেন। আইডি কার্ডে থাকা ফোন নম্বর দেখে আইনজীবীর সঙ্গে যোগাযোগ করেন। পরদিন সকালে বাদশা মিয়া এলিফ্যান্ট রোডে মানিব্যাগটি সম্পূর্ণ সঠিক অবস্থায় ফেরত দেন।

বাদশা মিয়ার সততায় মুগ্ধ হয়ে আইনজীবী তার পরিবারের কথা জানতে চান। জানা যায়, বাদশা মিয়ার ছেলে শারীরিকভাবে অসুস্থ। আইনজীবী তাৎক্ষণিকভাবে বাদশা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা করেন এবং ভবিষ্যতেও সহযোগিতার আশ্বাস দেন। তিনি অন্যদেরও এই পরিবারকে সাহায্যের আহ্বান জানান।

বাদশা মিয়ার মতো মানুষের সততা সমাজে অনুপ্রেরণার উৎস। কঠিন জীবনযাপনের মধ্যেও তার এমন মানবিক আচরণ প্রমাণ করে, সততার শক্তি সবকিছুর ঊর্ধ্বে। তিনি আমাদের মনে করিয়ে দেন, সৎ মানুষদের কারণেই সমাজ টিকে আছে এবং স্বপ্ন দেখা সম্ভব। এ ধরনের মানুষদের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। আপনারাও এগিয়ে আসুন।

Nagad