আয়ুব বিবি সিটি কর্পোরেশন কলেজে নবাগত রোভার স্কাউটদের ওরিয়েন্টেশন সম্পন্ন

চট্টগ্রাম প্রতিনিধি:চট্টগ্রাম প্রতিনিধি:
প্রকাশিত: ১১:১৯ পূর্বাহ্ণ, নভেম্বর ২৮, ২০২৪

আয়ুব বিবি সিটি কর্পোরেশন কলেজ রোভার স্কাউট গ্রুপের নবাগত রোভার স্কাউটদের ওরিয়েন্টেশন কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।

আয়ুব বিবি সিটি কর্পোরেশন কলেজ রোভার স্কাউট গ্রুপের সম্পাদক মোঃ জমির উদ্দীনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ স্কাউটস চট্টগ্রাম জেলা রোভারের সহযোজিত সদস্য মোহাম্মদ খালেদুর রহমান, সভাপতিত্ব করেন আয়ুব বিবি সিটি কর্পোরেশন কলেজের অধ্যক্ষ মোঃ মাহফুজুর রহমান, বিশেষ অতিথির বক্তব্যে প্রদান করেন সৈয়দা সেলিমা কাদের চৌধুরী ডিগ্রি কলেজ রোভার স্কাউট গ্রুপের রোভার স্কাউট লিডার বিইউএম এমরান চৌধুরী আরো বক্তব্য প্রদান করেন কর্ণফুলী আবদুল জলিল চৌধুরী কলেজ রোভার স্কাউট গ্রুপের সম্পাদক নাজনীন সুলতানা।

ওরিয়েন্টেশনে অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন স্কাউটিং বিশ্বব্যাপি একটি শিক্ষামূলক, স্বেচ্ছাসেবী, অরাজনৈতিক যুব আন্দোলন যা শিশু, কিশোর ও যুব বয়সী ছেলে মেয়েদের স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সুনাগরিক ও নেতৃত্ববান করে গড়ে তোলে। বৈষম্যহীন নতুন বাংলাদেশ বিনির্মানে রোভার স্কাউটরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। ওরিয়েন্টেশন প্রোগ্রাম শেষে রোভার ও গার্ল- ইন রোভাররা মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।