ইসকন ইস্যুতে কঠোর সরকার: হাইকোর্টকে রাষ্ট্রপক্ষ

জ্যেষ্ঠ প্রতিবেদক:জ্যেষ্ঠ প্রতিবেদক:
প্রকাশিত: ১:৫১ অপরাহ্ণ, নভেম্বর ২৮, ২০২৪

ইসকনের নেতার গ্রেপ্তারকে কেন্দ্র করে চট্টগ্রামে আইনজীবী হত্যাকাণ্ড ও বিশৃঙ্খলার যেকোনো অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করতে সরকার দৃঢ় অবস্থানে রয়েছে বলে হাইকোর্টকে জানিয়েছে রাষ্ট্রপক্ষ। এটি সরকারের সর্বোচ্চ অগ্রাধিকারের বিষয় বলেও জানানো হয়েছে।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চে রাষ্ট্রপক্ষের অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. আসাদ উদ্দিন এ তথ্য উপস্থাপন করেন।

রাষ্ট্রপক্ষ জানায়, এ ঘটনায় তিনটি মামলা হয়েছে, ৩৩ জনকে গ্রেপ্তার এবং ছয়জনকে শনাক্ত করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে যাতে পরিস্থিতির অবনতি না হয়।

আবেদনকারী আইনজীবী মো. মনির উদ্দিন আদালতে ইসকনের কার্যক্রম নিষিদ্ধের দাবি জানালে আদালত বলেন, ‘সরকার বিষয়টি দেখবে।’

এর আগে বুধবার হাইকোর্ট ইসকনের রেজিস্ট্রেশন, কার্যক্রম এবং সংগঠনের সঙ্গে জড়িতদের বিষয়ে সরকারের পদক্ষেপ জানতে চায়। অ্যাটর্নি জেনারেল জানান, সরকার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে এবং কার্যক্রম শুরু করেছে। চট্টগ্রামে সংঘর্ষের সময় আইনজীবী হত্যার ঘটনায় আদালত এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সজাগ থাকার নির্দেশ দেয়। একই সঙ্গে হাইকোর্ট রাষ্ট্রপক্ষকে ঘটনার বিস্তারিত প্রতিবেদন জমা দিতে বলে।

উল্লেখ্য, ইসকন ইস্যু ঘিরে চট্টগ্রাম ও রংপুরে সাম্প্রতিক উত্তেজনার পরিপ্রেক্ষিতে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে।

Nagad