ইসকন ইস্যুতে ভারতীয় মিডিয়ার প্রশ্নের সমালোচনা করলেন ফখরুল

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ৩:২৯ অপরাহ্ণ, নভেম্বর ২৮, ২০২৪

ইসকন ইস্যুতে ভারতীয় গণমাধ্যমের সমালোচনা করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, গত রাতে ভারতের কয়েকজন মিডিয়া কর্মী তাকে ফোন করে একটাই প্রশ্ন করেছেন, “ইসকনের ব্যাপারে আপনারা কী করছেন?” তিনি এটিকে উদ্দেশ্যপ্রণোদিত মন্তব্য হিসেবে উল্লেখ করে জানান, ভারতীয় মিডিয়া পরিস্থিতি সৃষ্টি করতে চাচ্ছে, যা আগেরবার ব্যর্থ হয়েছিল এবং এখন আবার এটি নতুন করে সৃষ্টি করার চেষ্টা করছে।

মির্জা ফখরুল বলেন, “এ বিষয়ে আমাদের সজাগ থাকতে হবে।” তিনি আরও বলেন, “এ মুহূর্তে যা প্রয়োজন, তা হলো শান্ত থাকতে হবে, বিষয়গুলো বুঝে ধীরে ধীরে এগিয়ে যেতে হবে। আমাদের লক্ষ্য একটিই—গণতান্ত্রিক সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠা।”

ইসকন ইস্যুতে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, “এটি উদ্দেশ্যপ্রণোদিতভাবে দেশে অস্থিরতা তৈরির চক্রান্ত।” তিনি বলেন, “ফ্যাসিবাদের ফিরে আসার সম্ভাবনা বেড়ে গেছে।” এজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার পরামর্শ দেন।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে জাতীয় কবিতা পরিষদ আয়োজিত ‘রাষ্ট্র পুনর্গঠনে লেখক-শিল্পীদের ভূমিকা’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপির আরও নেতারা বলেন, ফ্যাসিবাদ পরাজিত হয়েছে, তবে তা যেকোনো সময় ফিরে আসতে পারে। মির্জা ফখরুল বলেন, “স্বৈরাচারের দোসররা পরিকল্পিতভাবে নানা ঘটনা ঘটাচ্ছে।” তিনি বলেন, “আমাদের ঐক্যবদ্ধ হয়ে সামনে এগিয়ে যেতে হবে এবং আত্মত্যাগ ব্যর্থ হতে দেওয়া যাবে না।”

লেখক ও কবিদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, “আপনাদের দায়িত্ব বেড়েছে। জনগণকে সঠিক তথ্য দিন।”

Nagad

প্রসঙ্গত, ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর গ্রেপ্তার এবং তার জামিন নামঞ্জুর হওয়াকে কেন্দ্র করে গত ২৬ নভেম্বর চট্টগ্রামের আদালত এলাকায় সংঘর্ষ ঘটে, যেখানে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ নিহত হন।