এফবিআই প্রধান হিসেবে কাশ প্যাটেলকে মনোনীত করলেন ট্রাম্প

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১০:২১ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১, ২০২৪

ছবিবি: বিবিসি

নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) নতুন প্রধান হিসেবে ভারতীয় বংশোদ্ভূত কাশ্যপ প্রমোদ ‘কাশ’ প্যাটেলকে বেছে নিয়েছেন। রবিবার (১ ডিসেম্বর) রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

কাশ প্যাটেল ট্রাম্পের ঘনিষ্ঠ ও বিশ্বস্ত সহযোগী। সব ঠিক থাকলে আগামী জানুয়ারিতে ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর তিনি এফবিআই প্রধানের দায়িত্ব গ্রহণ করবেন। এর মাধ্যমে বর্তমান প্রধান ক্রিস্টোফার ওয়েকে বিদায় করার ইঙ্গিতও দিয়েছেন ট্রাম্প।

প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের প্রথম মেয়াদে কাশ প্যাটেল জাতীয় গোয়েন্দা পরিচালক ও স্বরাষ্ট্রমন্ত্রীর উপদেষ্টা হিসেবে কাজ করেছেন। এফবিআইর কাঠামোগত পরিবর্তনের পক্ষে থাকা প্যাটেল ইতোমধ্যে সংস্থার সংস্কারে বিভিন্ন প্রস্তাব দিয়েছেন।

প্রসঙ্গত, গত ৫ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনে বিজয়ী হয়ে ট্রাম্প যুক্তরাষ্ট্রের ইতিহাসে দ্বিতীয় ব্যক্তি হিসেবে এক মেয়াদের বিরতিতে দ্বিতীয়বার প্রেসিডেন্ট হতে চলেছেন। ২০ জানুয়ারি শপথ গ্রহণের আগে নিজের প্রশাসন গঠনের কাজ শুরু করেছেন তিনি।