ট্যুরিস্ট পুলিশের প্রধান হিসেবে দায়িত্ব পেলেন মাইনুল হাসান
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার মো. মাইনুল হাসানকে ট্যুরিস্ট পুলিশের প্রধান হিসেবে (চলতি দায়িত্ব) নিয়োগ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, বর্তমানে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত থাকা মাইনুল হাসানকে ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত আইজিপি (চলতি দায়িত্বে) পদে নিয়োগ দেওয়া হয়েছে।


গত ৫ আগস্ট রাষ্ট্রক্ষমতায় পরিবর্তন আসার পর বাংলাদেশ পুলিশের শীর্ষ পর্যায়ে বড় ধরনের রদবদল শুরু হয়। এর অংশ হিসেবে ৬ আগস্ট মাইনুল হাসান ডিএমপির কমিশনার হিসেবে (চলতি দায়িত্বে) পদায়িত হন। তবে সাড়ে তিন মাস পর তাকে পুলিশ সদর দপ্তরে বদলি করা হয়।
ট্যুরিস্ট পুলিশের প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর মাইনুল হাসানের নেতৃত্বে দেশের পর্যটন এলাকাগুলোর নিরাপত্তা ও ব্যবস্থাপনায় নতুন পরিকল্পনা বাস্তবায়নের প্রত্যাশা করা হচ্ছে।