কেরানীগঞ্জে রূপালী ব্যাংকে ডাকাতির চেষ্টা, পুলিশ-র‍্যাবের অভিযান

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ৪:৩১ অপরাহ্ণ, ডিসেম্বর ১৯, ২০২৪

ঢাকার কেরানীগঞ্জের চুনকুটিয়া এলাকায় রূপালী ব্যাংকের একটি শাখায় ডাকাতির চেষ্টার ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালাচ্ছে। ব্যাংকের ভেতরে থাকা ডাকাতদের আত্মসমর্পণের জন্য চেষ্টা চালানো হচ্ছে বলে জানা গেছে।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুর ২টার দিকে ডাকাতরা ব্যাংকে প্রবেশ করে। স্থানীয়রা বিষয়টি টের পেয়ে পাশের মসজিদের মাইকে ঘোষণা দিলে কয়েকশ মানুষ জড়ো হয়ে ব্যাংকটি ঘিরে ফেলে।

ঢাকা জেলা পুলিশ সুপার (এসপি) আহম্মদ মুঈদ বলেন, “ডাকাতরা ভেতরে প্রবেশ করার পর স্থানীয়রা বাইরে থেকে ব্যাংকের দরজায় তালা লাগিয়ে দেয়। খবর পেয়ে পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। ডাকাতদের কাছে আগ্নেয়াস্ত্র রয়েছে বলে আমরা জানতে পেরেছি। তাদের আত্মসমর্পণের জন্য চেষ্টা চলছে।”

র‍্যাব-১০ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি খাদেমুল হক বলেন, “ডাকাতির খবর পেয়ে র‍্যাবের তিনটি টিম ঘটনাস্থলে পৌঁছেছে। ব্যাংকের ভেতরে থাকা ডাকাতদের আটক করার জন্য কাজ চলছে।”

আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা জানিয়েছেন, ব্যাংকের ভেতরে ঠিক কতজন ডাকাত রয়েছে এবং তাদের উদ্দেশ্য কী, তা নির্ধারণের চেষ্টা চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক ঢাকা জেলা পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, ব্যাংকের ভেতরে কর্মকর্তা ও গ্রাহকসহ প্রায় ২০ জন আটকে থাকতে পারেন। তাদের নিরাপদে উদ্ধার করার প্রচেষ্টা চলছে।

Nagad