মাদককাণ্ডে জড়িত থাকার অভিযোগে আলোচনায় তানজিন তিশা, টয়া ও সাফা কবির
দেশের শীর্ষস্থানীয় অভিনেত্রীদের মধ্যে তানজিন তিশা, মুমতাহিনা টয়া, সাফা কবির এবং সংগীতশিল্পী সুনিধি নায়েকের নাম উঠে এসেছে মাদকের সঙ্গে জড়িত থাকার অভিযোগে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (নারকোটিক্স) তাদের মাদক সংশ্লিষ্টতা নিয়ে বিশেষ তদন্ত চালাচ্ছে। এ বিষয়ে ইতোমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি প্রতিবেদন পাঠানো হয়েছে।
নারকোটিক্স সূত্রে জানা গেছে, মাদকসহ গ্রেপ্তার হওয়া এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী দীপের স্বীকারোক্তি এবং তার মোবাইলের হোয়াটসঅ্যাপ চ্যাটিং থেকে এই অভিনেত্রীদের নাম উঠে এসেছে। তদন্তে পাওয়া তথ্য অনুযায়ী, এই অভিনেত্রীরা একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে নিয়মিত মাদক সংগ্রহ করতেন। গ্রুপটির অ্যাডমিন দীপকে গত ১৭ অক্টোবর ঢাকার বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে বিপুল পরিমাণ সিসা, এমডিএমএ, এলএসডি এবং অন্যান্য মাদক উদ্ধার করা হয়েছে।


নারকোটিক্সের সহকারী পরিচালক রাহুল সেন জানান, দীপের মোবাইল ফোনের কললিস্ট ও হোয়াটসঅ্যাপ চ্যাটিং বিশ্লেষণে দেখা গেছে, সাফা, টয়া, তিশা এবং সুনিধি নায়েকের পক্ষ থেকে মাদকের অর্ডার দেওয়ার সুনির্দিষ্ট তথ্য রয়েছে। তাদের মাদক সংগ্রহের বিষয়ে বেশ কিছু প্রমাণাদি পাওয়া গেছে, যা তদন্তের অংশ হিসেবে যাচাই করা হচ্ছে।
তদন্তের তথ্য অনুযায়ী, সাফা কবির ২৩ এপ্রিল নিজের মোবাইল নম্বর থেকে ৩টি এমডিএমএ অর্ডার দেন। একইভাবে, টয়া ৫ সেপ্টেম্বর মাদকের অর্ডার দেন সাংকেতিক ভাষায়। তানজিন তিশার নম্বরটি তার মা উম্মে সালমার নামে নিবন্ধিত থাকলেও তা থেকে মাদক সংগ্রহের তথ্য পাওয়া গেছে।
বিষয়টি নিয়ে কথা বলার জন্য সাফা, টয়া এবং তানজিন তিশার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি।
মামলার তদন্ত কর্মকর্তা জানিয়েছেন, তদন্ত শেষ হওয়ার পর অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।