বিয়ের আগে স্বাগতা এক বছর লিভ টুগেদার করেছেন, অকপটে স্বীকার

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৪:৩৯ অপরাহ্ণ, ডিসেম্বর ১৯, ২০২৪

চলতি বছরের শুরুতে অভিনেত্রী জিনাত সানু স্বাগতা বিয়ে করেন লন্ডনপ্রবাসী ড. হাসান আজাদকে। সে সময় জানানো হয়েছিল, এক বছরের বন্ধুত্ব ও প্রেমের পর এই বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন তারা। এবার এক সাক্ষাৎকারে স্বাগতা জানালেন, বিয়ের আগে তারা এক বছর লিভ টুগেদার করেছেন।

স্বাগতা বলেন, “আমি আর হাসান এক বছর লিভ টুগেদার করেছি। এই সময়টায় আমরা একে অপরকে আরও ভালোভাবে জানতে পেরেছি এবং পার্টনার হিসেবে একে অপরকে পছন্দ করেছি।”

তিনি আরও বলেন, “আমাদের পরিবারের পক্ষ থেকে কোনো আপত্তি ছিল না। বরং আমার ভাই-বোনরাও বলেছিল, কাউকে ভালোভাবে না জেনে বিয়ে করে ফেললে পরে সমস্যা হতে পারে। তাই একসঙ্গে থেকে জীবনসঙ্গী হিসেবে একে অপরকে যাচাই করার সিদ্ধান্ত নিই।”

সমাজের দৃষ্টিভঙ্গি প্রসঙ্গে স্বাগতা বলেন, “প্রথমে কিছুটা সময় লাগলেও আমাদের সম্পর্ককে সমাজ মেনে নিয়েছে। আমি মনে করি, সমাজ পরিবর্তন হচ্ছে। যেমন ডিভোর্স এখন স্বাভাবিক বিষয় হিসেবে দেখা হচ্ছে, তেমনই লিভ টুগেদারও একসময় স্বাভাবিক হবে।”

গত ২৪ জানুয়ারি রাজধানীর মহাখালীর গাউসুল আজম মসজিদে স্বাগতা ও হাসানের বিয়ে সম্পন্ন হয়। পারিবারিক আয়োজনে অনুষ্ঠিত এই বিয়েতে দুই পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। এটি স্বাগতার দ্বিতীয় বিয়ে।

Nagad

উল্লেখ্য, স্বাগতার স্বামী হাসান আজাদ যুক্তরাজ্যে জন্মগ্রহণ ও শিক্ষালাভ করেছেন। বর্তমানে তিনি যুক্তরাজ্যে একজন ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠিত।