নেটফ্লিক্সে দেখা যাবে নারী ফুটবল বিশ্বকাপ, চুক্তি সই করেছে ফিফা
সারা বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ওটিটি প্লাটফর্ম নেটফ্লিক্সে সম্প্রচারের জন্য চুক্তি সই করেছে ফিফা। ২০২৭ এবং ২০৩১ সালের নারী ফুটবল বিশ্বকাপ টুর্নামেন্ট এবার নেটফ্লিক্সে দেখা যাবে। এই চুক্তির আওতায় মার্কিন যুক্তরাষ্ট্রে নারী বিশ্বকাপের সম্প্রচার করা হবে।
২০২৭ সালের নারী ফুটবল বিশ্বকাপ ব্রাজিলে আয়োজিত হবে, তবে ২০৩১ সালের আয়োজক দেশ এখনও নির্ধারণ হয়নি। ধারণা করা হচ্ছে, ২০৩১ সালের নারী বিশ্বকাপের আয়োজক হবে মার্কিন যুক্তরাষ্ট্র।


ফিফা সম্প্রচার নীতিমালা অনুযায়ী, পুরুষ ও নারী ফুটবল বিশ্বকাপের সম্প্রচারস্বত্ব আলাদা করা হয়েছে, যা এর আগে একসঙ্গে ছিল। ২০২৬ সাল পর্যন্ত ফিফার সম্প্রচার পার্টনার ফক্স, কিন্তু ২০২৬ সালে এই চুক্তি শেষ হয়ে যাবে। এরপর থেকে নারী বিশ্বকাপসহ প্রতিটি ইভেন্ট আলাদাভাবে সম্প্রচার হবে।
ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফ্যান্তিনো বলেন, “এটি একটি বড় পদক্ষেপ, যা নারী ফুটবলের উন্নয়নে নেটফ্লিক্সের কমিটমেন্টকে তুলে ধরে।”