চাঁদাবাজি বন্ধ হয়নি, শুধু চাঁদাবাজদের পরিবর্তন হয়েছে: হাসনাত আবদুল্লাহ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, দেশে এখনো চাঁদাবাজি বন্ধ হয়নি, শুধু চাঁদাবাজদের পরিবর্তন হয়েছে। তিনি বলেন, দখলদারিত্বের অবসান হয়নি, শুধুমাত্র দখলবাজের পরিবর্তন ঘটেছে।
শনিবার (২১ ডিসেম্বর) কুমিল্লার দেবিদ্বারে আলেম-ওলামাদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ মন্তব্য করেন। সভায় শীতবস্ত্র উপহার প্রদান অনুষ্ঠানও অনুষ্ঠিত হয়।


হাসনাত আবদুল্লাহ আরও বলেন, আলেম-ওলামাদের দায়িত্ব সমাজের সার্বিক বিষয়ে কথা বলা এবং মসজিদে মসজিদে দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে, হকের পক্ষে কথা বলা। তিনি সাম্প্রদায়িক উসকানির বিরুদ্ধে সচেতন থাকার আহ্বান জানান।
এ সময়, তিনি বলেন, বাংলাদেশ ঐতিহ্যগতভাবে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ এবং সংখ্যালঘুরা এই দেশে সবচেয়ে নিরাপদে আছেন।
মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী অফিসার নিগার সুলতানা সভাপতিত্ব করেন এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দেবিদ্বার ইসলামিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আলাউদ্দিন, ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার তোফাজ্জল হোসেন, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের উপদেষ্টা নাজমুল হাসান নাহিদ, সমন্বয়ক মুহতাদির যারিফ সিক্ত, মো. সিয়াম আহাম্মেদ প্রমুখ।