মেঘনায় জাহাজে ৭ জনকে ঘুমের ওষুধ খাইয়ে কুপিয়ে হত্যা: র্যাব
চাঁদপুরের হাইমচরে মেঘনা নদীতে সারবহনকারী এমভি আল বাখেরা জাহাজে ৭ জনকে ঘুমের ওষুধ খাইয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস জানিয়েছেন, দীর্ঘদিনের বেতন-ভাতা না পাওয়া এবং দুর্ব্যবহারের ক্ষোভ থেকে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে অভিযুক্ত আকাশ মণ্ডল ইরফান।
তিনি জানান, অভিযুক্ত ইরফান খাবারের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে জাহাজের মাস্টার গোলাম কিবরিয়াসহ অন্যদের অচেতন করে চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করে। পরে জাহাজ চালিয়ে হাইমচর এলাকায় গিয়ে পালিয়ে যায়।


রোববার চাঁদপুরের হরিণা ফেরিঘাট এলাকায় জাহাজে ৭ জনের মৃতদেহ উদ্ধার করা হয়। এই ঘটনার পেছনে ইরফানের সঙ্গে মাস্টার গোলাম কিবরিয়ার বেতন-ভাতা ও দুর্ব্যবহারের দ্বন্দ্ব জড়িত বলে ধারণা করছে র্যাব।