বৈষম্যবিরোধী আন্দোলনের শহীদদের স্মরণে জার্সি উন্মোচন চিটাগং কিংসের
আগামী ৩০ ডিসেম্বর মাঠে গড়াবে বিপিএলের ১১তম আসর। এর আগে বৈষম্যবিরোধী আন্দোলনের শহীদদের স্মরণে বিশেষ জার্সি উন্মোচন করেছে চিটাগং কিংস। বুধবার (২৫ ডিসেম্বর) দলটির পক্ষ থেকে এক বিবৃতিতে এই জার্সি উন্মোচনের ঘোষণা দেওয়া হয়।
বিবৃতিতে বলা হয়, গত ৫ আগস্টের গণঅভ্যুত্থানের শহীদ ওয়াসিম ও হৃদয় তরুয়ার আত্মত্যাগে চট্টগ্রামের মাটি রঞ্জিত হয়েছিল। তাদের স্মৃতিকে অমর করে রাখতে এবারের বিপিএলে চিটাগং কিংসের জার্সিতে থাকবে মুক্তির সেই গল্প। জার্সিটি নতুন বাংলাদেশের অভ্যুদয়ের প্রতীক হিসেবে ঐক্যের বার্তা বহন করবে।


চিটাগং কিংস দীর্ঘ ৯ বছর পর বিপিএলে ফিরেছে। দলটির মালিক সামির কাদির চৌধুরী জানান, চট্টগ্রামের ঐতিহ্য ও গৌরবকে ফুটিয়ে তুলতে তারা বিশেষ এই উদ্যোগ নিয়েছেন। এ ছাড়াও কিংস দলে বিশ্বসেরা ক্রিকেটার সাকিব আল হাসানের নেতৃত্বে শক্তিশালী স্কোয়াড গঠন করেছে।
চিটাগং কিংসের স্কোয়াড:
সাকিব আল হাসান, শরিফুল ইসলাম, মঈন আলী, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, অ্যাঞ্জেলো ম্যাথিউস, উসমান খান, হায়দার আলী, বিনুরা ফার্নান্দো, শামীম হোসেন, পারভেজ হোসেন, খালেদ আহমেদ, আলিস আল ইসলাম, মোহাম্মদ মিঠুন, নাঈম ইসলাম, মারুফ মৃধা, রাহাতুল ফেরদৌস, শেখ পারভেজ, মার্শাল আইয়ুব, গ্রাহাম ক্লার্ক ও থমাস ও’কনেল।
চিটাগং কিংসের এই বিশেষ জার্সি বিপিএলে দলটির ঐতিহ্য ও জাতির গৌরবময় ইতিহাসকে স্মরণ করিয়ে দেবে।