বাংলাদেশকে কখনো বন্ধু রাষ্ট্র মনে করেনি ভারত: শামসুজ্জামান দুদু
বাংলাদেশকে ভারত কখনো বন্ধু রাষ্ট্র হিসেবে গণ্য করেনি, মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেন, ‘বাংলাদেশ ভারতকে বন্ধু রাষ্ট্র মনে করে, তবে ভারত বাংলাদেশকে কখনো বন্ধু রাষ্ট্র হিসেবে মনে করেনি। আমরা এখন পর্যন্ত এমন কোনো পদক্ষেপ নেইনি যা কোনো বন্ধু রাষ্ট্রের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটাতে পারে। কিন্তু ভারত তাদের কর্মকাণ্ডে বারবার প্রমাণ করেছে যে তারা আমাদের বন্ধু রাষ্ট্র হিসেবে গণ্য করে না।’
তিনি মঙ্গলবার (৭ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে এক সমাবেশে এই অভিযোগ করেন।


তিনি আরও বলেন, ‘১৯৭১ সালে পাকিস্তানিরা যে অস্ত্রগুলো ফেলে গিয়েছিল, তা ভারতের সেনাবাহিনী লুটপাট করে নিয়ে গেছে এবং দেশের সম্পদও তারা লুট করেছে।’
দুদু বলেন, ‘গত পাঁচ মাস আগে ছাত্র-জনতা গণঅভ্যুত্থানে যে হত্যাকাণ্ড ঘটিয়েছিল, সেই হত্যাকারী স্বৈরশাসক শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে ভারত, যা একটি বন্ধু রাষ্ট্রের জন্য অপ্রত্যাশিত। যে রাষ্ট্র ফেলানীকে সীমান্তে হত্যা করেছে, সে রাষ্ট্র কীভাবে বাংলাদেশের হত্যাকারী শেখ হাসিনাকে আশ্রয় দিতে পারে?’
তিনি ভারতের উদ্দেশ্যে বলেন, ‘আপনারা যে ফাঁদে বাংলাদেশকে ফেলতে চাচ্ছেন, তাতে পা দেবেন না। হাসিনা সেই ফাঁদে পা দিয়ে নির্বাচনের বাইরে চলে গিয়েছিলেন।’
এছাড়া, নির্বাচন নিয়ে শামসুজ্জামান দুদু বলেন, ‘ড. মুহাম্মদ ইউনূস যে সময়ে নির্বাচনের কথা বলেছেন, আমরা তা সমর্থন জানাই। আমরা আশা করি, এই সময়ের মধ্যে নির্বাচন হলে বাংলাদেশের সংকট থেকে মুক্তি পাওয়া যাবে।’
তিনি বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রসঙ্গ তুলে বলেন, ‘তিনি দক্ষিণ-পূর্ব এশিয়ায় বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করেছিলেন, কিন্তু ভারতের অসহযোগিতার কারণে সার্ক আজ বিলুপ্তির পথে।’