ভারত যদি শত্রু হতে না চায়, তাহলে শেখ হাসিনাকে ফিরিয়ে দিক: মাহমুদুর রহমান
দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান বলেছেন, যতদিন ভারত শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত না দেবে, ততদিন ভারতকে শত্রু রাষ্ট্র হিসেবে বিবেচনা করা হবে। তিনি বলেন, ভারত শুধু অপরাধীকে আশ্রয় দেয়নি, বরং তাকে বসিয়ে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের সুযোগ করে দিয়েছে। এর চেয়ে বড় শত্রুতামূলক কাজ আর হতে পারে না।
মঙ্গলবার (৭ জানুয়ারি) বিকেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।


মাহমুদুর রহমান বলেন, “ভারত যদি শত্রু হতে না চায়, তাহলে শেখ হাসিনাকে ফিরিয়ে দিক। আমরা তাদের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে চাই। কিন্তু তাদের বর্তমান ভূমিকা শত্রুতার প্রমাণ দিচ্ছে।”
তিনি আরও বলেন, “এই প্রথম বাংলাদেশে এমন একটি বিপ্লব হয়েছে, যা সম্পূর্ণভাবে দেশীয় শক্তির ওপর নির্ভর করে সফল হয়েছে। ১৯৭১ সালে স্বাধীনতার সময় ভারতের সহায়তা নেওয়া হয়েছিল, যার ফলে তারা দীর্ঘ ৫৪ বছর ধরে বাংলাদেশে প্রভাব বিস্তার করার চেষ্টা করেছে। তবে এবার তরুণরা তাদের শক্তি ও আল্লাহর রহমতের ওপর ভরসা করেই শেখ হাসিনাকে পরাজিত করেছে এবং তাকে দেশ ছাড়তে বাধ্য করেছে।”
আলোচনা সভায় সভাপতিত্ব করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আরিফ সোহেল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের দপ্তর সেল সম্পাদক জাহিদ আহসান। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন লেখক ও রাজনৈতিক বিশেষজ্ঞ সারোয়ার তুষার।