বাশার আল-আসাদের ঘনিষ্ঠ সহযোগীকে জনসম্মুখে মৃত্যুদণ্ড
মধ্যপ্রাচ্যের দেশ সিরিয়ায় বিদ্রোহীদের তীব্র আন্দোলনের পর ক্ষমতাচ্যুত সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের ঘনিষ্ঠ এক কর্মকর্তার জনসম্মুখে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।
শুক্রবার (১০ জানুয়ারি) দামেস্কের উপকণ্ঠে বিদ্রোহী যোদ্ধারা মাজেন কেনেহ নামে ওই কর্মকর্তাকে মাথায় গুলি চালিয়ে হত্যা করেন। যুক্তরাজ্যভিত্তিক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এ তথ্য নিশ্চিত করেছে।


সংস্থাটি জানিয়েছে, মাজেন কেনেহকে আসাদের অনুগত ও তথ্য পাচারের অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়। রাজধানী দামেস্কের দুম্মারের একটি রাস্তায় গাছের গুঁড়িতে বেঁধে তাকে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
ভিডিওতে দেখা যায়, কেনেহের রক্তাক্ত মরদেহের চারপাশে শত শত মানুষ জড়ো হয়েছে। অনেকে মোবাইল ফোনে ছবি তুলছেন এবং কিছু মানুষ মরদেহের ওপর আঘাত হানছেন। এ ঘটনায় দামেস্কের নতুন সরকার তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি।
প্রসঙ্গত, বিদ্রোহীদের আন্দোলনের মুখে গত ৮ ডিসেম্বর বাশার আল-আসাদ সিরিয়া ছেড়ে রাশিয়ায় পালিয়ে যান। এর পর থেকেই বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির-আল-শাম (এইচটিএস) সিরিয়ার ক্ষমতা দখল করে দেশটির নিরাপত্তা ব্যবস্থায় পরিবর্তন আনছে।