পাঁচদিনেও নিয়ন্ত্রণে আসেনি লস অ‍্যাঞ্জেলেসের দাবানল, বাস্তুহারা লক্ষাধিক

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১০:০৩ পূর্বাহ্ণ, জানুয়ারি ১২, ২০২৫

যুক্তরাষ্ট্রের লস অ‍্যাঞ্জেলেসে দাবানলের তাণ্ডব পাঁচদিনেও থামেনি। বৃষ্টির অভাব ও ঝড়ো বাতাসের কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছে ফায়ার সার্ভিস। আগুনে পুড়ে গেছে প্রায় ১০ হাজার অবকাঠামো, আর বাস্তুহারা হয়েছেন লক্ষাধিক মানুষ।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, দাবানল শনিবার (১১ জানুয়ারি) দিক পরিবর্তন করে পূর্ব থেকে উত্তর–পূর্ব দিকে ধাবিত হচ্ছে, যা নতুন এলাকায় ছড়িয়ে পড়ার আশঙ্কা বাড়াচ্ছে। এ পর্যন্ত আগুনে প্রাণ হারিয়েছেন ১৬ জন।

লস অ‍্যাঞ্জেলেসের বাসিন্দারা মোবাইল ফোনে আসা বাধ্যতামূলক নিরাপদ স্থানে সরে যাওয়ার বার্তা পেয়ে আতঙ্কে দিন কাটাচ্ছেন। ঝড়ো বাতাসের নতুন পূর্বাভাস আতঙ্ক আরও বাড়িয়েছে।

আবহাওয়া বিষয়ক ওয়েবসাইট অ্যাকুওয়েদারের তথ্য অনুযায়ী, দাবানলে এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ২০০ বিলিয়ন ডলার। ‘প্যালিসেইডস’ দাবানল থেকে বাঁচতে লক্ষাধিক মানুষ শহর ছেড়েছেন।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দাবানলকে ‘যুদ্ধের দৃশ্য’ হিসেবে বর্ণনা করেছেন। তিনি সবাইকে সতর্ক থাকতে আহ্বান জানিয়েছেন এবং দাবানলের কারণ খুঁজে বের করতে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন।

তবে এ নিয়ে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বর্তমান প্রশাসন এবং ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসমের ব্যর্থতার অভিযোগ তুলেছেন। অন্যদিকে, ট্রাম্পের সমালোচনা করে প্রেসিডেন্ট বাইডেন দাবানল নিয়ে মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগ করেছেন।

Nagad

দাবানল মোকাবিলায় যুক্তরাষ্ট্রের ফায়ার সার্ভিস ও অন্যান্য সংস্থা নিরলসভাবে কাজ চালিয়ে যাচ্ছে। তবে ঝড়ো বাতাস ও শুষ্ক আবহাওয়া তাদের প্রচেষ্টায় বাধা সৃষ্টি করছে।