ভুরুঙ্গামারীতে জুলাই ঘোষণাপত্র বাস্তবায়নের দাবিতে মতবিনিময় সভা

কুড়িগ্রাম প্রতিনিধি :কুড়িগ্রাম প্রতিনিধি :
প্রকাশিত: ২:৫৯ অপরাহ্ণ, জানুয়ারি ১২, ২০২৫

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে ‘জুলাই ঘোষণাপত্র বাস্তবায়নের দাবিতে’ এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১১ জানুয়ারি) সকাল ১১টায় ভুরুঙ্গামারী উপজেলা পরিষদ হলরুমে এ সভায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ ও স্থানীয় ছাত্র প্রতিনিধিরা অংশ নেন।

সভায় বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আব্দুল আজিজ নাহিদ, সদস্য সচিব ফায়সাল আহমেদ সাগর, যুগ্ম আহ্বায়ক জাহিদ হাসান ও মাহমুদুল হাসান লিমন এবং যুগ্ম সদস্য সচিব আপেল মাহমুদ। এছাড়া ভুরুঙ্গামারী ও নাগেশ্বরীর বিভিন্ন ছাত্র প্রতিনিধি সভায় বক্তব্য প্রদান করেন।

বক্তারা জানান, জুলাই ঘোষণাপত্র বাস্তবায়ন হলে শিক্ষার্থীদের প্রতি বিদ্যমান বৈষম্য কমবে এবং সমতার ভিত্তিতে শিক্ষা, অধিকার ও উন্নয়নের সুযোগ নিশ্চিত হবে।

সভায় বক্তারা সরকারের প্রতি জুলাই ঘোষণাপত্র দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান এবং ভবিষ্যতে এ দাবিকে আরও জোরালো করার প্রতিশ্রুতি দেন।

Nagad