জাতীয় নির্বাচনের প্রস্তুতিতে ইসি, সহায়তায় থাকবে ইউএনডিপি

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ২:৪৪ অপরাহ্ণ, জানুয়ারি ১৪, ২০২৫

সংগৃহীত ছবি

জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিতে প্রধান উপদেষ্টার ঘোষিত সময় অনুযায়ী কাজ করছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার (১৪ জানুয়ারি) আগারগাঁওয়ে কমিশন ভবনে ইউএনডিপির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে ইসি সচিব আখতার আহমেদ এ কথা জানান।

ইসি সচিব বলেন, ভোটার তালিকা প্রণয়ন ও কারিগরি সহযোগিতায় আগামী ১০ দিনের মধ্যে প্রয়োজনীয় চাহিদার তালিকা দেবে ইউএনডিপি। সংস্থাটি ২০০৫ সাল থেকে বাংলাদেশের নির্বাচনে কারিগরি ও লজিস্টিক সহায়তা দিয়ে আসছে।

জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস বলেন, বাংলাদেশে নির্বাচনী প্রক্রিয়ায় টেকনিক্যাল সাপোর্টসহ সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত ইউএনডিপি।

বৈঠকে উভয় পক্ষ নির্বাচনী প্রক্রিয়া শক্তিশালী করতে যৌথ উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেছে।