আহত রিকশাচালকের মৃত্যু, চিকিৎসা না পেয়ে সিঁড়িতেই মৃত্যু, আটক ৫

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৮:২৮ পূর্বাহ্ণ, জানুয়ারি ১৮, ২০২৫

রাজধানীর রামপুরার ডেল্টা হেলথকেয়ার হাসপাতালের সামনে পুলিশের গুলিতে আহত রিকশাচালক ইসমাইল আলী চিকিৎসা না পেয়ে সিঁড়িতেই মৃত্যুবরণ করেছেন। হাসপাতালের নিরাপত্তাকর্মীরা দরজা না খোলায় অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়।

গত জুলাইয়ে গণ-আন্দোলনের সময় আহত হয়ে ইসমাইল জীবন বাঁচানোর আকুতি জানালেও হাসপাতাল কর্তৃপক্ষ কোনো সাড়া দেয়নি। সম্প্রতি তার সাহায্যের আকুতি জানানো ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে ঘটনাটি আলোচনায় আসে।

শুক্রবার (১৭ জানুয়ারি) হাতিরঝিল থানা-পুলিশ ডেল্টা হেলথকেয়ারে অভিযান চালিয়ে দায়িত্বে থাকা একজন চিকিৎসক, দুজন নার্স এবং দুজন নিরাপত্তাকর্মীকে আটক করে।

হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. তারেক জানান, ইসমাইল আলীর মৃত্যুকে চিকিৎসা অবহেলাজনিত হত্যাকাণ্ড হিসেবে বিবেচনা করে এ অভিযান চালানো হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে তদন্ত চলছে।