ভূরুঙ্গামারীতে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচির প্রশিক্ষণ কর্মশালা
“সঠিক তথ্যে ভোটার হব, নির্বাচনে ভোট দেব” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি ২০২৫ উপলক্ষে সুপার ভাইজার ও তথ্য সংগ্রকারীদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৮ জানুয়ারি) সকালে উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে প্রশিক্ষণ কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেরদৌস। প্রশিক্ষণ পরিচালনা করেন জেলা নির্বাচন অফিসার আলমগীর হোসেন ও উপজেলা নির্বাচন অফিসার (ভারপ্রাপ্ত) নাজমুল হুদা।


উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ২০০৮ সালের ১ জানুয়ারী বা তার পূর্বে যাদের জন্ম অর্থাৎ ২০২৬ সালের ১ জানুয়ারী পর্যন্ত যে সব ব্যক্তির বয়স ১৮ বছর পূর্ণ হবে বা বেশি হবে অথবা ভোটার তালিকা হালনাগাদের বিগত কার্যক্রমে বাদ পড়েছেন তাদের সব তথ্য সংগ্রহ করা হবে। তথ্য সংগ্রহকারীগণ আগামী ২০ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবেন। প্রশিক্ষণ কর্মশালায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারী দপ্তরের ৯০ জন তথ্য সংগ্রহকারী ও ১৮জন সুপারভাইজার অংশগ্রহণ করেন।